সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান! মাঠের লড়াইয়ে ভারতের ধারেকাছে আসতে পারছে না। কোনও উপায়ও নেই তাদের সামনে। সেই ব্যর্থতা থেকে ভারতের ক্রিকেটারদের উপর গুলি চালানোর কথা বলতেও পিছপা হচ্ছে না তারা। এখানেই শেষ নয়। পাক পেসার হ্যারিস রউফের স্ত্রী আবার ক্রিকেট ভুলে অন্য ‘যুদ্ধে’ মেতে রয়েছেন।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ৬ উইকেট জেতে ভারত। মাঠের মধ্যে বিতর্কিত আচরণের জন্য সমালোচিত হচ্ছেন হ্যারিস রউফ। ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। রাউফের সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তাঁর স্ত্রী মুজনা মাসুদ মালিক লিখেছেন, ‘খেলায় হেরেছি, কিন্তু যুদ্ধে জিতেছি।’ যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ম্যাচে অভিষেক শর্মা, শুভমান গিলদের ঝড়ের সামনে কার্যত আত্মসমর্পণ করে পাক বোলিং। সেখানে সাফল্য না পেয়ে গিলদের সঙ্গে ঝামেলায় জড়ান হ্যারিস। এর মধ্যে পাকিস্তানের টিভি চ্যানেলের সঞ্চালক বলেন, “যদি আমাদের প্লেয়াররা সর্বস্ব দেয় তাহলেও কি জিততে পারবে? আমার মনে হয়, প্রকাশ্যে গুলি চালিয়ে ম্যাচ শেষ করা উচিত। নাহলে আমরা নিশ্চিত হারব।” ওই অনুষ্ঠানে কামরান আকমল, বাসিত আলির মতো প্রাক্তন প্লেয়ার ছিলেন। আর সেখান থেকেই কি না ভারতের প্লেয়ারদের উপর গুলি চালানোর মতো ঘৃণ্য মন্তব্য করা হচ্ছে।
SHOCKING SHOCKING SHOCKING
A panelist at a top Pakistan news channels says someone should go and start firing guns at the Asia Cup match because Pakistan was losing to India
— Sensei Kraken Zero (@YearOfTheKraken)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.