Advertisement
Advertisement
Harmanpreet Kaur

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশের শাস্তি, দু’ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত, এশিয়ান গেমসে চাপে ভারত

জোড়া শাস্তি পেতে হল ভারতীয় অধিনায়ককে।

Harmanpreet Kaur has been suspended for the next two international matches | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 25, 2023 7:21 pm
  • Updated:September 18, 2023 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত নির্বাসিতই হতে হল ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকে। ভারত অধিনায়ককে দু’ম্যাচের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। বুধবার সরকারিভাবে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল।

Advertisement

উল্লেখ্য, শনিবার আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন হরমন (Harmanpreet Kaur)। এমনকী মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দল এবং দর্শকদের উদ্দেশেও অঙ্গভঙ্গি করেন তিনি। ম্যাচের পরও আম্পায়ারিং নিয়ে সরব হন তিনি। সোজা বলে দেন, “পরের বার বাংলাদেশে আসার আগে আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যে তৈরি থাকতে হবে। সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে।”

[আরও পড়ুন: স্কুলের থেকে নিয়োগের ক্ষমতা ‘কেড়ে’ নিজেদের হাতে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়রা! বিস্ফোরক CBI]

আইসিসির হিসাবে ভারত অধিনায়কের (Indian Captain) দুটি প্রতিক্রিয়াই বিধিভঙ্গ। যে কারণে দুটি আলাদা আলাদা শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক। ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার জন্য শাস্তি হিসাবে আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসিত করা হয়েছে ভারত অধিনায়ককে। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল তাঁর। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আম্পায়ারদের সমালোচনা করার জন্য তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ কাটা হয়েছে। আইসিসি জানিয়েছে, দুই ক্ষেত্রেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। 

[আরও পড়ুন: বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের প্রথম একশোয় বিরাট, তালিকায় মাত্র দু’জন এশিয়ান তারকা]

হরমনের এই শাস্তির ফলে এশিয়ান গেমসের আগে বিপাকে পড়ে গেল ভারতীয় মহিলা দল। নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে নামার সুযোগ পাবেন না হরমনপ্রীত। উল্লেখ্য, সেরা চার দলের মধ্যে থাকায় ভারতের মহিলারা সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পাচ্ছে। একমাত্র এশিয়ান গেমসের ফাইনালে ভারত পৌঁছলে নামতে পারেন হরমনপ্রীত। তিনি না খেললে স্মৃতি মান্ধানা ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ