ছবি: আইসিসি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের বিশ্বকাপের আগেই চালু হয়েছিল মহিলাদের বিশ্বকাপ। তারপর কেটে গিয়েছে ৫২ বছর। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে বরাবরই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দাপট। ভারত একবারও বিশ্বকাপ জিততে পারেনি। দু’বার ফাইনালে উঠে হারতে হয়েছে। চলতি বছরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের গর্জন, “এবার সব বাধা ভেঙে দেব।”
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ আর মাত্র ৫০ দিন বাকি। সোমবার মুম্বইয়ে সুদৃশ্য ট্রফি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া প্রমুখ। ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, মিতালি রাজ। বর্তমান ভারতীয় দলের মধ্যে ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ।
হরমনপ্রীত বলেন, “দেশবাসীরা এতদিন অপেক্ষা করেছে। আমরা এবার সব বাধা ভেঙে দিতে চাই। বিশ্বকাপ সবসময় স্পেশাল, দেশের জন্য সবসময় সেরাটা দিতে চেয়েছি। যখনই আমি যুবি ভাইয়াকে (যুবরাজ সিং) দেখি, ততবার বাড়তি শক্তি পাই।” ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। যে প্রসঙ্গে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তাতে বোঝা যায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই ধরনের সিরিজ আত্মবিশ্বাস দেয়। আমরা অনুশীলনেও প্রচুর পরিশ্রম করছি।”
এর আগে ২০০৫ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে পর্যুদস্ত হতে হয়েছিল মিতালি রাজের দলকে। তারপর ২০১৭ সালে ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি। সেবারও মিতালি রাজের দল ৯ রানে হেরেছিল। এবার কি সত্যিই বাধা ভাঙতে পারবেন হরমনপ্রীতরা?
The countdown has begun!
We are now just 50 days away from ICC Women’s Cricket World Cup, 2025.
India previously hosted the Women’s in 1978, 1997 and 2013.
— BCCI Women (@BCCIWomen)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.