Advertisement
Advertisement
Mohammed Shami

‘পাগল কুকুরকে ভয় পাওয়ার হলে…’, নাম না করে শামিকে কদর্য আক্রমণ ‘স্ত্রী’ হাসিনের!

'ইনশাল্লাহ, আমি আরও শক্তিশালী হব', সোশাল মিডিয়ায় বার্তা হাসিনের।

Hasin Jahan again Targets Mohammed Shami In Bold Instagram Post

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:August 30, 2025 1:43 pm
  • Updated:August 30, 2025 1:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহম্মদ শামিকে আক্রমণ হাসিন জাহানের! সাম্প্রতিক সময়ে বারবার ভারতের তারকা পেসারকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন হাসিন। এবার নাম না করে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শামির স্ত্রী। এর আগে নিজের বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন শামি। তারপরই হাসিনের কদর্য মন্তব্য দেখে অনেকেই মনে করছেন এটা শামিকে নিয়েই বলা।

Advertisement

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদি পাগল কুকুরকে ভয় পেতাম, তাহলে ২০১৮-তেই ভয় পেতাম। যতই আমাকে ভয় দেখানোর, ধ্বংস করার চেষ্টা করো না কেন, আল্লার দয়ায় ইনশাল্লাহ, আমি আরও শক্তিশালী, আরও শক্তিশালী হতে থাকব।’

কোথাও শামির নাম থাকলেও এই মন্তব্য যে তারকা পেসারকে লক্ষ্য করেই করা, সেরকমই মনে করছেন অনেকে। কারণ হাসিন প্রথম ২০১৮ সালেই গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন। স্বামীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন। সেই নিয়ে টানাপোড়েন এখনও চলেছে। দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে মহম্মদ শামি ও হাসিন জাহানের।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে শামি বলছেন, “ওসব বাদ দিন। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। নিজেকেও দোষ দিই না। আমি শুধু ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। আমি কোনও বিতর্কে জড়াতে চাই না।” আর তারপরই হাসিনের ইঙ্গিতপূর্ণ বার্তায় দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ