Advertisement
Advertisement
Prithvi Shaw

প্রাক্তন সতীর্থকে ব্যাট দিয়ে মারতেও যান! প্রস্তুতি ম্যাচে কেন এতটা রেগে লাল পৃথ্বী?

ঠিক কী ঘটেছিল?

He even went so far as to hit his former teammate with a bat! Why was Prithvi Shaw so angry?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 8, 2025 4:02 pm
  • Updated:October 8, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন তিনি। পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন পৃথ্বী শ। তবে প্রাক্তন সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছিল তাঁকে। কেন এতটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি? এই সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ্যে এসেছে ঘটনার একদিন পর, অর্থাৎ বুধবার।

Advertisement

পুণের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আম্পায়াররা দু’পক্ষকে আলাদা করেন। মুম্বই ক্রিকেটের অনেকেই পৃথ্বীর আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তাঁর দলবদলের অন্যতম কারণ ছিল সেটা। মাঠে কি সেটারই প্রভাব পড়ল? রনজির আগে প্রস্তুতির জন্য প্র্যাকটিস ম্যাচ খেলছে মহারাষ্ট্র আর মুম্বই। পৃথ্বী এই মরশুমে খেলছেন মহারাষ্ট্রের হয়ে।

তবে প্র্যাকটিস ম্যাচের উত্তেজনা রনজি ম্যাচকেও হয়তো টেক্কা দেবে। প্রস্তুতি ম্যাচ হলেও পৃথ্বীর কাছে সম্মানের যুদ্ধ। গত মরশুমে মুম্বই টিম থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। মহারাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ১৮১ রানের ইনিংস খেলেন পৃথ্বী। পৃথ্বীকে আউট করেন মুম্বইয়ের মুশির খান। এবং তিনি পৃথ্বীকে ‘সেন্ড অফ’ দেওয়ার পরই অশান্তি শুরু হয়ে যায়। মুশিরের দিকে ব্যাটও ছোড়েন পৃথ্বী!

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এতটাই রেগে গিয়েছিলেন পৃথ্বী যে, তিনি তেড়ে গিয়েছিলেন মুশিরের দিকে। তাঁর কলারও নাকি চেপে ধরেন। এমনকী ব্যাট দিয়ে মারতেও যাচ্ছিলেন। সিদ্ধেশ লাড এসে শান্ত করেন পৃথ্বীকে। দুই আম্পায়ারও মধ্যস্থতা করেন। তিনি যাতে ঠিকঠাক প্যাভিলিয়নে ফিরতে পারেন, তাঁর ব্যবস্থাও করেন তাঁরা। মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওনে বলেন, “এটা একটা প্র্যাকটিস ম্যাচ। ওরা সবাই প্রাক্তন সতীর্থ। এই ধরনের ঘটনা ঘটেই থাকে। এখন সব ঠিক আছে, আর কোনও সমস্যা নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ