ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে ১৩৪ রানের স্মরণীয় ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। তাতে গুণমুগ্ধ ক্রিকেট মহল। সেই তালিকায় যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তবে তিনি পন্থকে প্রশংসা করতে গিয়ে খোঁচা মারতে ছাড়লেন না মহেন্দ্র সিং ধোনিকে।
বিদেশের মাটিতে ধোনির চেয়ে পন্থকে এগিয়ে রাখছেন মঞ্জরেকর। তিনি বলেন, “সেঞ্চুরির দিকে আমার নজর থাকে সব সময়। কেউ যখন সেঞ্চুরি করে, তখন আমি সবার আগে দেখি সে কোথায় সেঞ্চুরি করেছে। পন্থকে দেখুন। ও ইংল্যান্ডে শতরান করেছে। দক্ষিণ আফ্রিকায় গিয়েও ১০০ করেছে। অস্ট্রেলিয়াতেও জোড়া সেঞ্চুরি রয়েছে পন্থের।”
উল্লেখ্য, বিদেশের মাটিতে ৪৮টি টেস্টে ২,৪৯৬ রান করেছেন ধোনি। গড় ৩২.৮৪। এর মধ্যে ১৮টি হাফসেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি রয়েছে। পন্থের রান ৩০ ম্যাচে ১৯৭৬। গড় প্রায় ৪০। ৬টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। সুতরাং দেখাই যাচ্ছে যে, ধোনির চেয়ে পরিসংখ্যানের দিক থেকে এখনই অনেকটা এগিয়ে পন্থ।
মঞ্জরেকরের সংযোজন, “ধোনির সেঞ্চুরিগুলোর দিকে তাকান। বিদেশের কঠিন পিচে কিন্তু ওর তেমন একটা শতরান নেই। এ কথা ধোনির সমর্থকদের সমীহ করেই বলছি। ওর সেঞ্চুরি রয়েছে ভারতের পিচে। মনে রাখতে হবে, এই জায়গায় পন্থ কিন্তু ধোনির চেয়ে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। ভারতের সেরা উইকেটরক্ষক-ব্যাটার পন্থই।”
প্রথম দিনই ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (SENA) মাটিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গিয়েছিলেন ঋষভ পন্থ। আর দ্বিতীয় দিনেও নিজের লক্ষ্যে পন্থ ছিলেন অবিচল। ইংল্যান্ডের মাটিতে এটি তৃতীয় সেঞ্চুরি পন্থের। এই সেঞ্চুরির পর অসাধারণ একটা নজিরও স্পর্শ করলেন তিনি। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৭টি। কোনও ভারতীয় উইকেটকিপারই এতগুলো শতরান পাননি। এক্ষেত্রেও তিনি পিছনে ফেললেন ধোনিকে। টেস্টে মাহির সেঞ্চুরির সংখ্যা ৬টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.