সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৩০/৩ থেকে ৪৭১ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে শুরুতে উইকেট খোয়ালেও লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। বেন ডাকেট (৬২) এবং অলি পোপ (১০০*) সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২০৯/৩। এই তিনটি উইকেটই পেয়েছেন জশপ্রীত বুমরাহ। আর তাতেই ইংরেজ ক্রিকেটারদের সমীহ আদায় করে নিয়েছেন তিনি। তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বলেছেন বেন ডাকেট এবং মার্ক উড।
৬২ রান করে বুমরাহের বলে আউট হওয়া ডাকেট বলেন, “বুমরাহই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। ওর বল সামলানো অত্যন্ত কঠিন। যেকোনও পিচেই ও দুর্দান্ত বোলার। এখানে তো দু’দিকেই বল সুইং করাচ্ছে বুমরাহ। ওকে সামলানো খুবই কঠিন। সেই কারণে সব সময় সতর্ক থাকতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “আসলে ওকে সহজে বোঝা যায় না। একেকটা বল একেক রকম করতে পারে। সেই কারণেই কোনও ব্যাটার আগে থেকে বুঝতে পারেন না কোনটা বাউন্সার হবে বা কোন বল স্লোয়ার বা ইয়র্কার হবে। সেই কারণে ওর বল সতর্কভাবে না খেললে বিপদ।”
বুমরাহকে সামলানোর পরিকল্পনা নিয়ে ডাকেট বলেন, “অলি পোপের সঙ্গে এ ব্যাপারে অনেক কথা বলেছি। লক্ষ্য ছিল ভালো পার্টনারশিপ গড়ে তোলার। একদিকে যখন বুমরাহের মতো বোলার বোলিং করছে, তখন উইকেটের অন্য প্রান্তে তাকিয়ে থাকতেই হয়। সেখান থেকেই রান তোলার চেষ্টা করেছি আমরা। তবে কেবল বুমরাহ নন, ভালো বল করেছেন সিরাজও।” অন্যদিকে উড বলেন, “সমস্ত ফরম্যাটেই খুবই ভয়ংকর বোলার বুমরাহ। ওকে খেলা সব সময় কঠিন। ওর গতিও দারুণ। এই মুহূর্তে বুমরাহই বিশ্বের সেরা বোলার। যে কোনও ম্যাচের রং ও একাই বদলে দিতে পারে।” প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শেষে ৪৮ রানে ৩ উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.