Advertisement
Advertisement
Virat Kohli

‘আমাকে স্কোর পাঠিয়েছিল…’, লন্ডনে কোহলির ফিটনেস পরীক্ষার খবর নিশ্চিত করলেন ছেত্রী!

বিরাট সম্পর্কে আর কী বলেছেন কিংবদন্তি ফুটবলার?

'He sent me the scores...', Chhetri confirms news of Kohli's fitness test in London!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 7, 2025 11:42 am
  • Updated:September 7, 2025 11:42 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষা দিয়েছেন। রোহিত শর্মা থেকে শুভমান গিল প্রত্যেকেই সেই পরীক্ষা দিয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে উপস্থিত ছিলেন না বিরাট কোহলি। এই মুহূর্তে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন তিনি। সেখানেই ফিটনেস টেস্ট দিয়েছেন। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। প্রশ্ন ওঠে, বাকিরা যখন ভারতে পরীক্ষা দিচ্ছেন, তখন কি কোহলির জন্য আলাদা নিয়ম? এই পরিস্থিতিতে কোহলির ফিটনেস সম্পর্কে ‘বিরাট’ মন্তব্য করেছেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। জানিয়েছেন, তাঁকে ইংল্যান্ড থেকে ফিটনেস নিয়ে ‘টেস্ট স্কোর’ পাঠিয়েছেন কোহলি স্বয়ং।

Advertisement

পিএল পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল ছেত্রী বলেন, “কিছুদিন আগে লন্ডনে কোহলি কিছু পরীক্ষা করিয়েছিল। তার স্কোর ও আমাকে পাঠায়। এমন মানুষের সঙ্গে সম্পর্ক থাকা ভালো। খারাপ সময়ে যখন আপনি হতাশ বোধ করেন, তখন আপনি তাদের কথা বলেন। সবাই বিরাট কোহলি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে চায়। এই দু’জন যেভাবে ফিট থাকে, তা অবিশ্বাস্য।”

কোহলি এবং রোনাল্ডোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ছেত্রী। তিনি বলেন, “আমি রোনাল্ডোকে চিনি না। দূর থেকে ওকে দেখে শিখি। কিন্তু বিরাটকে চিনি। দু’জনের মধ্যে কমন হল, ওরা ইতিমধ্যে যা অর্জন করেছে, তাতে খুশি নয়। এটাই ওদের বাকি সকলের থেকে আলাদা করেছে। এটাই ওদের এতদিন ধরে সফল থাকার মন্ত্র। যা বজায় রাখা সহজ নয়।”

একটি সর্বভারতীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী, কোহলি নাকি বিদেশে ফিটনেস পরীক্ষার জন্য বোর্ডের থেকে আলাদা করে অনুমতি নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, যাঁরা ব্যক্তিগত কারণে বিদেশে রয়েছেন, তাঁদের জন্য কি আলাদা নিয়ম প্রযোজ্য? যেখানে বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, জশপ্রীত বুমরাহর মতো তারকারা। এর মধ্যে গিল-বুমরাহ তবু আসন্ন এশিয়া কাপে খেলবেন, কিন্তু রোহিতের পরিস্থিতি তো কোহলির মতোই। তাহলে দু’জনের জন্য আলাদা নিয়ম কেন? এই বিতর্কের মধ্যে ছেত্রীর মন্তব্য কিছুটা প্রলেপ দিতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ