সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে, বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। আর এই আবহে শোক প্রকাশ করেছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা।
এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
Deeply saddened by the tragic plane crash in Ahmedabad today. My heartfelt prayers go out to the families and loved ones of those affected. May they find strength in this time of immense grief.
— Sourav Ganguly (@SGanguly99)
হরভজন সিং তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তাঁরা যে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি মনেপ্রাণে আপনাদের পাশে রয়েছি। এই ট্র্যাজেডির ঘটনায় আমার হৃদয় কাঁদছে।’
I am utterly shocked and deeply anguished to learn about the tragic Air India plane crash in Ahmedabad. My thoughts and prayers go out to all the victims and their families who are enduring unimaginable pain and loss. In moments like these, words feel so inadequate, but I hope…
— Harbhajan Turbanator (@harbhajan_singh)
শোক প্রকাশ করতে দেখা গিয়েছে ইউসুফ পাঠান এবং শিখর ধাওয়ানকেও। পাঠান লেখেন, ‘আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ভেঙে পড়ার ঘটনার কথা শুনে খুবই মর্মাহত। সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’
Very shocked to hear about the Ahmedabad-London flight incident near Ahmedabad airport. Praying for the safety of all passengers and crew. 🙏
— Yusuf Pathan (@iamyusufpathan)
শিখর ধাওয়ান লেখেন, ‘মেঘানিনগরের কাছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা। তাঁদের প্রিয়জনদের জন্য শক্তি এবং প্রার্থনা কামনা করছি।’
Thoughts with every soul impacted by the crash near Meghani. Wishing strength and prayers to their loved ones. 🙏
— Shikhar Dhawan (@SDhawan25)
পোস্ট করেছেন ‘টেনিস কুইন’ সানিয়া মির্জাও। তিনি লেখেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের প্রতি প্রার্থনা করছি।’ শোক প্রকাশ করেছেন ভারতীয় বিলিয়ার্ড এবং পেশাদার স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দর সিং, ইরফান পাঠান, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিংরাও। তাছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালের তরফেও শোক প্রকাশ করা হয়েছে।
Prayers for the families and people on the Air India flight 🤲🏽 my heart sunk hearing the news of the crash .. praying praying praying
— Sania Mirza (@MirzaSania)
শোক প্রকাশ করেছেন রোহিত শর্মাও। তিনি লেখেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা এবং সমবেদনা রইল।’
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেকঅফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI171। মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়েছে। ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে। সেই সময় দাউদাউ করে জ্বলে উঠেছিল ভবনটির একাংশ। শুধু বিজি মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে মেঘানিনগরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Very shocked to hear about the Ahmedabad-London flight incident near Ahmedabad airport. Praying for the safety of all passengers and crew. 🙏
— Yusuf Pathan (@iamyusufpathan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.