Advertisement
Advertisement
IPL

সব অপেক্ষার অবসান, প্রকাশিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

রইল আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।

Here's the complete IPL 2024 schedule

প্রতীকী ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 25, 2024 5:57 pm
  • Updated:March 25, 2024 7:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পূর্ণাঙ্গ সূচির অপেক্ষায় ছিল গোটা দেশ। সোমবারই প্রকাশিত হয়ে গেল সেই তালিকা। 
প্রথম পর্বে টুর্নামেন্টের ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছিল। ১৫ দিনে ২১টি ম্যাচের দিনক্ষণ জানান হয়েছিল। ।
প্রাথমিক ভাবে যে ক্রীড়াসূচি ঘোষিত হয়েছিল, তাতে ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছিল। সোমবার আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হল। ৮ এপ্রিল থেকেই আইপিএলের দ্বিতীয় পর্বের আইপিএলের বল গড়াচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন : খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ, অবসর ভেঙে ফেরার ঘোষণা পাক পেসারের]

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আইপিএলের প্রাথমিক ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া  হয়েছিল। বলা হয়েছিল, ভোটের দিন জানানো হলে পরবর্তীতে ঘোষণা করা হবে আইপিএলের পুরো সূচি।
লোকসভা ভোট বলে আইপিএল বাইরে সরে যাওয়ার আশঙ্কা একটা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জানার পরে আশ্বস্ত হতে পারেন ক্রিকেটভক্তরা। দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। ঘরের মাঠেই হবে এবারের আইপিএল। 
আইপিএলের ফাইনাল হবে ২৬ মে। চেন্নাইয়ে হবে সেই ফাইনাল। 

২২ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হয়। চিপকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা অভিযান শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে। নতুন সূচি অনুযায়ী ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। দিল্লি অবশ্য এখনও বহু দূর। ফাইনালে কোন দুটো দল পৌঁছায় তার জন্যই লড়াই হবে দীর্ঘ দুমাস। 
[আরও পড়ুন : মাঠের মধ্যে হার্দিকের উপর রেগে আগুন রোহিত! মালিকের সামনেই জুটল বকুনি? ভিডিও ভাইরাল]

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ