Advertisement
Advertisement
James Anderson

শচীনের পাশে তাঁর নাম মানানসই নয়! কেন এমন বললেন অ্যান্ডারসন?

তিনি জানিয়েছেন, শচীনের পাশে তাঁর নাম দেখে গর্ববোধ হয়।

His name doesn't fit next to Sachin! Why did Anderson say that?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 20, 2025 4:36 pm
  • Updated:July 20, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর একদিন আগেই উন্মোচিত হয়েছিল অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি। দুই কিংবদন্তি ক্রিকেটারকে রুপোলি ট্রফির সামনে পোজও দিতে দেখা গিয়েছিল। এবার অ্যান্ডারসন জানিয়েছেন, শচীনের পাশে তাঁর নাম দেখে গর্ববোধ হয়। এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমকে জিমি জানিয়েছেন, শচীনের পাশে তাঁর নাম ঠিক মানানসই নয়।

Advertisement

অ্যান্ডারসন বলেন, “শচীনের পাশে ট্রফি হাতে পোজ দেওয়ার সঠিক ব্যক্তি আমি নই। ওই জায়গায় আমার হয়তো থাকারও কথা নয়। কারণ অনেক উঁচু স্তরে শচীন। ওকে এভাবেই দেখি। যাই হোক, এই সম্মান আমার কাছে বড় প্রাপ্তি। যখন দেখি, আমার অর্জন নিয়ে লোকজন কথা বলেন, দারুণ লাগে। বিস্মিতও হই। মনে হয়, অন্য কারওর সম্পর্কে কথা হচ্ছে। তাই অবাক লাগে শুনতে।”

ট্রফি উন্মোচনের পর অ্যান্ডারসন বলেছিলেন, “আমার এবং আমার পরিবারের জন্য এটা গর্বের মুহূর্ত। বিশ্বাস করতে পারছি না যে, আমার নামে ট্রফি। শচীনকে দেখেই তো খেলতাম। ওর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। এই ট্রফিতে শচীনের সঙ্গে আমার নাম যুক্ত হওয়াটা বিরাট সম্মানের।”

পতৌদি ট্রফির নাম বদলে হয়েছে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি। এ নিয়ে কম বিতর্ক হয়নি। ট্রফিটিতে শচীনের ‘আইকনিক’ কভার ড্রাইভ এবং অ্যান্ডারসনের বোলিং অ্যাকশনের ছবি রয়েছে। রয়েছে দুই ক্রিকেট গ্রেটের সইও। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ঐতিহ্যের প্রতীক ছিল এই এমএকে পতৌদি ট্রফি। ২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি। কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির সম্মানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গে ইংল্যান্ডে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হত পতৌদির নামে। ভারতে সিরিজটি হত ডি মেলো ট্রফি নামে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ