ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুশীলন নিখুঁত করে, নাকি নিখুঁত অনুশীলন আরও নিখুঁত করে? দেশের হয়ে ১৮ বছর ক্রিকেট খেলার পরেও তাঁর অনুশীলন দেখে এ কথাই মনে হচ্ছে। এ বছরের শুরুতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তাঁরই নেতৃত্বে। তখনও বোঝা যায়নি, তাঁর ভাগ্যের উপর ধকল এভাবে পড়বে। বলা হচ্ছে রোহিত শর্মার কথা। যিনি সদ্য নেতৃত্ব হারিয়েছেন। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। নেতৃত্ব থেকে বাদ পড়লেও দলে রয়েছেন হিটম্যান। সেই কারণে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছেন না। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছানো রোহিত ‘বিশেষ’ অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন। যেন অজিভূমে ব্যাটে জবাব দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।
রেভস্পোর্টজের এক প্রতিবেদন অনুসারে, তিন ঘণ্টা চুটিয়ে অনুশীলন করেন রোহিত। জানা গিয়েছে, ৮ থেকে ১০ জন বোলার নেটে বল করেছেন তাঁকে। তিনি নিজের উদ্যোগে এই অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। সঙ্গী ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও অমিত দুবে। অস্ট্রেলিয়ায় যে ধরনের পিচ হয়, সেই ধরনের বাউন্সি উইকেটে অনুশীলন করেন ৩৮ বছরের এই ক্রিকেটার। এমনকী তাঁকে শর্ট বল করার জন্য বারবার নির্দেশও দিতে দেখা গিয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ে সিইএটি ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। এর জন্য অবশ্য অনুশীলন বন্ধ রাখেননি। নির্দিষ্ট সূচি মেনেই সকালে নবি মুম্বইয়ের ঘানসোলিতে রিলায়েন্স কর্পোরেট পার্কে তিন ঘণ্টার বিশেষ অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি যে অস্ট্রেলিয়ায় খেলতে পছন্দ করেন, সে কথা বলেছেন মঙ্গলবারের অনুষ্ঠানে। অজিভূমে সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।
রোহিতের কাছ থেকে ‘ক্ষমতা’ কেড়ে নিয়ে নতুন অধিনায়ক হিসাবে কেন ঘোষণা করা হয়েছে শুভমান গিলের নাম? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বের হাত বদল করা হয়েছে বলে মনে করছেন নির্বাচকরা। বিশ্বকাপ শুরু হতে প্রায় দু’বছর সময় বাকি। সেই সময় রোহিত খেলার মতো জায়গায় থাকবেন কি না, সে কথা এখন থেকে বলে দেওয়া যায় না। তাই অজি সফর থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে শুভমানকে। এতে ওয়ানডে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের অনেকটাই সময় পেয়ে যাবে তিনি। উল্লেখ্য, দেশের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শেষবার খেলেছিলেন ৯ মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। আবার তাঁরা দেশের হয়ে ২২৪ দিন পর অর্থাৎ ১৯ অক্টোবর মাঠে নামবেন। তার আগে অবশ্য বিশেষ অনুশীলনে নিমগ্ন থাকতে দেখা গেল রোহিত শর্মাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.