Advertisement
Advertisement
Lord's Pitch

লর্ডসের পিচের মালিক হতে পারবেন মাত্র ৫ হাজার টাকায়! কেন বিক্রির সিদ্ধান্ত কর্তৃপক্ষের?

জানুন কীভাবে কিনবেন।

How Can You Own A Piece of Lord's Pitch For Just Rs. 5000
Published by: Sulaya Singha
  • Posted:August 9, 2025 2:37 pm
  • Updated:August 9, 2025 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল দেবের হাতে বিশ্বকাপ থেকে স্টেডিয়ামের ব্য়ালকনিতে দাঁড়িয়ে সৌরভের জার্সি ওড়ানো- ক্রিকেটের বহু ঐতিহাসিক স্মৃতির ক্ষেত্র লর্ডস। সেই লর্ডসেরই যদি খানিকটা অংশের মালিক হয়ে যেতে পারেন, কেমন হবে! তেমনই স্বপ্ন উসকে দিল এমসিসি। কারণ মাত্র ৫০০০ হাজার টাকার বিনিময়েই আপনি কিনতে পারবেন লর্ডস পিচের টুকরো।

Advertisement

ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের মালিকানাধীন লর্ডস। সেই ঐতিহ্যবাহী স্টেডিয়ামেরই পিচ টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে। যার মালিক শুধু ক্লাবের ২৫ হাজার সদস্যই নয়, হতে পারবেন সাধারণ মানুষও। গত বুধবার এমসিসির তরফে একথা ঘোষণা করা হয়। জানানো হয়, পিচের ১.২X০.৬ মিটার অংশ কেনা যাবে ৫০ পাউন্ডের বিনিময়ে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় হাজার টাকা দিলেই লর্ডসের একটি টুকরো আপনার পকেটে। কিন্তু প্রশ্ন হল কেন এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?

এমসিসি জানিয়েছে, স্টেডিয়ামের সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্যই এহেন সিদ্ধান্ত। এই অর্থের ১০ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনে। এবং বাকি পুরোটাই স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়নের খাতে ব্যবহার করা হবে। একটি বিবৃতি দিয়ে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির স্বার্থে ঐতিহাসিক এই মাঠের একটি টুকরো আপনি করে নিতে পারেন নিজের নামে। যাঁরা আগে আবেদন করবেন, কেনা ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পাবেন।

২০০২ সালের পর লর্ডসে বড় কোনও সংস্কারের কাজ হয়নি। ফলে মাঠের আউটফিল্ড নিয়ে গত কয়েক বছর ধরে উঠেছে একাধিক অভিযোগ। সেই কারণেই লর্ডসের পরিকাঠামো উন্নয়নের একাধিক পরিকল্পনা করা হয়েছে। যে কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকে। নতুন করে তৈরি হবে পিচ। তুলে ফেলা হবে মাঠের উপরের ১৫ মিলিমিটার মাটি। লর্ডসের তরফে প্রধান মাঠকর্মী কার্ল ম্যাকডারমট জানান, ‘‘আমার আগে দায়িত্বে থাকা মিক হান্ট যে ভাবে নতুন করে মাঠ তৈরি করতেন, তাতে প্রায় তিন বছর খেলা বন্ধ রাখতে হত। এখন তেমনটা সম্ভব নয়। কারণ অনেক বেশি ম্যাচ হয়। তাই আমরা চেষ্টা করব, দ্রুত স্টেডিয়ামকে ক্রিকেটের উপযুক্ত করে তোলার।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement