Advertisement
Advertisement
Womens World Cup 2025

টানা দুই ম্যাচে হার, কাঁটা নকআউট স্বপ্নে! কোন অঙ্কে বিশ্বকাপ সেমিফাইনালে যেতে পারে ভারত?

দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কউরদের স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে।

How India can reach semifinal of Womens World Cup 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:October 13, 2025 10:45 am
  • Updated:October 13, 2025 10:45 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের শুরুতে টানা দু’ম্যাচ জিতে নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু তারপর দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কউরদের সেই স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। রবিবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান তুলেও হেরে মাঠ ছেড়েছে উইমেন ইন ব্লু। তারপর থেকে ভারতের নকআউটে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ম্যাচ জয়ের পাশাপাশি জটিল অঙ্কও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

Advertisement

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বড় রান তুলে সাফল্য পেয়েছিল উইমেন ইন ব্লু। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফর্মুলা খাটেনি। কখনও টপ অর্ডার, কখনও লোয়ার অর্ডারের ব্যর্থতায় বেশি রান তুলতে পারেনি ভারত। তাই জয় অধরা থেকে গিয়েছে। সেই সঙ্গে সংশয় দেখা দিয়েছে, ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে নকআউট পর্বের আগেই বিদায় নেবে না তো ভারত?

পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানারা। চার ম্যাচে চার পয়েন্ট পেয়েছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে তাদের। এহেন পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা দুই ম্যাচেই ভার‍তকে জিততে হবে। গোটা বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে উইমেন ইন ব্লু। তারপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দুই ম্যাচে জিতলে আট পয়েন্ট পাবে ভারত।

তাতেও ভারতের চিন্তা কমবে না। কারণ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কার্যত নকআউট নিশ্চিত করে ফেলেছে। বাকি দু’টি জায়গার জন্য ভারতের প্রবল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়াদের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। সেখানে ভারতের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। এহেন পরিস্থিতিতে ইংল্যান্ড ম্যাচটি মরণবাঁচনের। ওই ম্যাচে জিততে না পারলে সেমিফাইনাল স্বপ্নে কার্যত দাঁড়ি পড়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ