Advertisement
Advertisement
Prithvi Shaw

‘আমি তোমার কাছে বড় দাদার মতো’, মুশিরের কাছে ক্ষমা চেয়ে নিলেন পৃথ্বী!

আপাতত তাঁর লক্ষ্য, রনজি ট্রফির ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়া।

'I am like an elder brother to you', Prithvi Shaw apologizes to Mushir Khan!
Published by: Prasenjit Dutta
  • Posted:October 10, 2025 3:29 pm
  • Updated:October 10, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন তিনি। মুম্বই ছেড়ে এবার তিনি মহারাষ্ট্রে। সেই পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন পৃথ্বী শ। তবে প্রাক্তন সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তেও দেখা গিয়েছিল তাঁকে। এতটাই রেগে গিয়েছিলেন পৃথ্বী যে, তিনি তেড়ে গিয়েছিলেন মুশির খানের দিকে। তাঁর কলারও নাকি চেপে ধরেন। তাতে বিতর্ক বেড়েছে। তবে এমন আচরণের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন বলে খবর।

Advertisement

পুণের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আম্পায়াররা দু’পক্ষকে আলাদা করেন। মুম্বই ক্রিকেটের অনেকেই পৃথ্বীর আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তাঁর দলবদলের অন্যতম কারণ ছিল সেটা। মাঠে কি সেটারই প্রভাব পড়ল? রনজির আগে প্রস্তুতির জন্য প্র্যাকটিস ম্যাচ খেলছে মহারাষ্ট্র আর মুম্বই।

তবে প্র্যাকটিস ম্যাচের উত্তেজনা রনজি ম্যাচকেও হয়তো টেক্কা দেবে। প্রস্তুতি ম্যাচ হলেও পৃথ্বীর কাছে সম্মানের যুদ্ধ। গত মরশুমে মুম্বই টিম থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। মহারাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ১৮১ রানের ইনিংস খেলেন পৃথ্বী। পৃথ্বীকে আউট করেন মুম্বইয়ের মুশির খান। এবং তিনি পৃথ্বীকে ‘সেন্ড অফ’ দেওয়ার পরই অশান্তি শুরু হয়ে যায়। এমনকী ব্যাট দিয়ে মারতেও যাচ্ছিলেন। সিদ্ধেশ লাড এসে শান্ত করেন পৃথ্বীকে। দুই আম্পায়ারও মধ্যস্থতা করেন। তিনি যাতে ঠিকঠাক প্যাভিলিয়নে ফিরতে পারেন, তাঁর ব্যবস্থাও করেন তাঁরা।

সূত্র মারফত জানা গিয়েছে, প্র্যাকটিস ম্যাচের শেষ অর্থাৎ তৃতীয় দিন নাকি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন পৃথ্বী। এমনকী মুশিরকে বলেছেন, “আমি তোমার বড় দাদার মতো।” এই কারণে বিতর্কের এখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল। ঘটনার দিন মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওনে বলেন, “এটা একটা প্র্যাকটিস ম্যাচ। ওরা সবাই প্রাক্তন সতীর্থ। এই ধরনের ঘটনা ঘটেই থাকে। এখন সব ঠিক আছে, আর কোনও সমস্যা নেই।” উল্লেখ্য, ২২০ বলে ১৮১ রান করেছিলেন পৃথ্বী। আপাতত তাঁর লক্ষ্য, রনজি ট্রফির ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ