Advertisement
Advertisement
Jasprit Bumrah

‘ওসব বাজবল বুঝি না’, আগ্রাসী ইংল্যান্ডকে হুঙ্কার দিলেন বুমরাহ

গোটা ইংল্যান্ড দলকেই 'কটাক্ষ' করে বসলেন টিম ইন্ডিয়ার এই স্পিডস্টার!

'I don't understand batting', Bumrah blasts England's aggressive batting

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:May 30, 2025 5:47 pm
  • Updated:May 30, 2025 5:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ তারিখ শুরু হতে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগেই শুরু হয়ে গেল ‘কথার লড়াই’। নেপথ্যে জশপ্রীত বুমরাহ। গোটা ইংল্যান্ড দলকেই ‘কটাক্ষ’ করে বসলেন টিম ইন্ডিয়ার এই স্পিডস্টার।

Advertisement

ক্রিকেট মহল মনে করছে ইংল্যান্ডের ‘বাজবল’ ফ্যাসাদে ফেলতে পারে ভারতকে। তার উপর ঘরের মাঠে খেলবে তারা। যদিও বুমরাহ এসবের ধার ধারলেন না। সোজাসাপটা জানিয়ে দিলেন, ওসব বাজবল-টাজবল তিনি বোঝেন না। আসলে ব্র্যান্ডন ম্যাকালাম কোচ হয়ে আসার পর ইংল্যান্ড টিম টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলছে। ম্যাকালামের ডাকনাম ‘বাজ’। তাঁর নামেই এই ‘বাজবল’ নামকরণ।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বোলারদের বিরুদ্ধেও আগ্রাসী ব্যাটিং করবেন বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুটরা। ২০২২ সালের জুন থেকে ইংল্যান্ড টেস্টে প্রতি ওভারে ৪.৬৩ রান করে আসছে। যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান রেটও। এই আবহে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে মুখ খুলেছেন বুমরাহ।

বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে মাইকেল ক্লার্ককে বুমরাহ বলেন, “ইংল্যান্ডে খেলতে সব সময়েই ভালোবাসি। ওখানকার আবহাওয়া, সুইং কন্ডিশন সব কিছুই দারুণ উপভোগ করি। ডিউক বলে বল করতেও ভালো লাগে। জানি না, এখন ডিউক বল কেমন ব্যবহার করবে। তবে এই ইংল্যান্ডের খেলার ধরন অনেকটা আলাদা। যদিও ওদের সেই ধরন আমি বেশি বুঝতে পারি না। বোলার হিসেবে আমি আত্মবিশ্বাসী। একজন ব্যাটার যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, তখন যে কেউ তার উইকেট নিতে পারে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ