Advertisement
Advertisement
Danish Kaneria

‘ভারতের নাগরিকত্ব নেওয়ার কোনও ইচ্ছা নেই’, পালটি খেলেন কানেরিয়া

কেন এমন বললেন প্রাক্তন পাক ক্রিকেটার?

I have no plans to seek Bharatiya citizenship: Danish Kaneria

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 4, 2025 4:05 pm
  • Updated:October 4, 2025 4:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নাগরিকত্ব পেতে চান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া? ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নানান জল্পনা। এ ব্যাপারে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন লেগ ব্রেক বোলার। একপ্রকার পালটি খেয়ে তিনি জানান, হিন্দু বলে ‘গভীর বৈষম্যে’র শিকার হলেও পাকিস্তান তাঁর ‘জন্মভূমি’। সেই কারণে ভারতের নাগরিকত্ব চাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।

Advertisement

কানেরিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন আমি পাকিস্তান সম্পর্কে কথা বলি না? কেন আমি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি? কেউ কেউ তো অভিযোগও করছে, আমি নাকি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এই সব করি। আমি এ ব্যাপারে সোজাসাপটা কথা বলতে চাই।’

তিনি আরও লেখেন, ‘পাকিস্তান আমার জন্মভূমি হতে পারে। কিন্তু আমার পূর্বপুরুষদের মাটি ভারত আমার মাতৃভূমি। ভারত আমার কাছে মন্দিরের মতো। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও ইচ্ছা নেই। ভবিষ্যতে যদি আমাদের মতো কেউ ভারতের নাগরিকত্ব নিতে চায়, তাহলে সিএএ’র মতো আইন তাদের জন্য দরজা খুলে দেবে।’

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার কানেরিয়া। দেশের জার্সিতে ১৮টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। বহু টেস্ট ম্যাচ হেলায় জিতিয়েছেন কানেরিয়া। বহুবারই তিনি অভিযোগ জানিয়েছিলেন, স্রেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সতীর্থের কাছে ব্রাত্য ছিলেন। অনেকেই তাঁর সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না। এভাবে হেনস্তার শিকারও হতে হয়েছিল তাঁকে। তাছাড়াও প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। বেছে বেছে হিন্দুদের টার্গেট করার অভিযোগে সুর চড়িয়েছিলেন তিনি। আর এবার ভারতের নাগরিকত্ব যে তিনি গ্রহণ করতে চান না, তা স্পষ্ট করে দিলেন কানেরিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ