Advertisement
Advertisement
Kagiso Rabada

‘অনেক শিক্ষা পেয়েছি’, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিষেধাজ্ঞা নিয়ে রাবাডা

১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

'I learned a lot', says Rabada on ban ahead of Test Championship final

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 31, 2025 9:21 pm
  • Updated:May 31, 2025 9:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শুরুতে আইপিএলে গুজরাট টাইটান্স শিবির ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। মাত্র দু’টি ম্যাচ খেলে কেন তিনি দেশে ফিরে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তাও জানা গিয়েছিল। কারণটা নিজেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাডা। এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছিলেন তিনি। আর শনিবার তিনি এই বিষয়ে মুখ খুলেছেন।

Advertisement

ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর প্রোটিয়া তারকা এদিন সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর লক্ষ্য যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সে কথাও তিনি বলেন। সতীর্থদের কাছে তাঁর দায়বদ্ধতা কতখানি, সেই বিষয়েও আলোকপাত করেছেন রাবাডা।

তিনি বলেন, “ক্রিকেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। পুরো বিষয়টি ভালোভাবে সামলানো গিয়েছে। তবে, সতীর্থদের প্রতি আমি দায়বদ্ধ। আমরা অনেকটা সময় একসঙ্গে খেলেছি। তারা আমার কাছের মানুষ। আমি গভীরভাবে দুঃখিত তাদের কষ্ট দেওয়ার জন্য। তাদের পুরো বিষয়টা বলতে পেরেছি।”

তাঁর সংযোজন, “ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে ছিলাম। সেই সময় নিজেকে নিয়ে ভাবতে হয়েছিল। সেই সময় অনেক বড় শিক্ষা পেয়েছি। পছন্দের খেলাটি যে খেলতে পারছি, তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত।” প্রসঙ্গত, ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ খেলতে রাবাডা এখন লন্ডনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ