ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবেসে ভক্তরা তাঁকে ডাকেন ‘হিটম্যান’। ফর্মে থাকলে বিপক্ষ বোলারদের কাছে আতঙ্কের নাম রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড তাঁরই দখলে। ৬৩৭টি সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেলের চেয়ে ৮৪টি বেশি। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কোন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারতে ভালোবাসেন? জবাবে কী বললেন টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ক?
রোহিত বলেন, “যাকে পাব মারব! সবই লগ হ্যায় ইয়ার (সমস্ত বোলারের বিরুদ্ধে ছক্কা মারতে পছন্দ করি)। যে কোনও বোলারের বিরুদ্ধেই যে কোনও প্রতিযোগিতায় একই মানসিকতা নিয়ে নামি। যেন সমস্ত বোলারকে মারতে পারি।” রোহিতের কাছ থেকে এমন উত্তর পেয়ে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। উল্লেখ্য, ওয়ানডে’তে রোহিতের স্ট্রাইক রেট ৯৩ এবং টি-টোয়েন্টিতে ১৪০।
৭ মে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। সেই কারণে ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন। তবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
তবে, ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর। সেই ব্রঙ্কো টেস্টে ডাক পড়েছে ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার। তিনি কি পারবেন বোর্ডের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে? সময়ই এর উত্তর দেবে।
Question: One bowler you would always love to hit for six?
Rohit Sharma: “Honestly, everyone! I’d love to hit all of them. There’s no particular one. My mindset is always the same—I just want to hit, doesn’t matter who’s in front of me.”
The Shana for a reason
— ⁴⁵ (@rushiii_12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.