ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কাছে গোহারা হেরেছে পাকিস্তান। ক্যারিবিয়ান দলের কাছে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২০২ রানে পরাস্ত হন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। ৫০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে এত বড় ব্যবধানে হারল পাক দল। এমন জঘন্য হারের পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। তিনি মনেপ্রাণে প্রার্থনা করছেন, ভারত যাতে ওই ম্যাচ খেলতে রাজি না হয়।
কেন এমন ভাবছেন বসিত? আসলে আশঙ্কা থেকেই এমন মন্তব্য তাঁর। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “প্রার্থনা করছি, ভারত যাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানায়। যেমন লেজেন্ডস লিগে হয়েছিল। আসলে ওরা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলে, এমন পেটাবে যে, তা ধারণার বাইরে। আমার ধারণা, খুব বিশ্রীভাবে আমরা হারব।”
প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটারের সংযোজন, “আমি মনে করি ভারতের থেকে আফগানিস্তানের কাছে হারা ভালো। কারণে আফগানদের বিরুদ্ধে হেরে গেলে আমাদের দেশে কেউ অত গায়ে মাখবে না। কিন্তু ভারতের কাছে পরাজয় কেউ মেনে নিতে পারে না।”
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ছিল শেষ ম্যাচ। সেখানেই ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে একাই ১২০ রান করেন অধিনায়ক সাই হোপ। জবাবে ব্যাট হাতে নেমে ক্যারিবিয়ান বোলারদের সামনে রীতিমতো হিমশিম খেলেন রিজওয়ানরা। পাঁচ ব্যাটার- সাইম আয়ুব, আবদুল্লা শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি, আবরার আহমেদ ফেরেন শূন্য রানে। তারকা ব্যাটার বাবর আজমের ঝুলিতে মাত্র ৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান সলমন আঘা (৩০)। ৭.২ ওভারে ১৮ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন জেডেন সেলস। প্রথম ক্যারিবিয়ান হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে হাফ ডজন উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এমন হতশ্রী পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় বসিত আলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.