ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশকুসুম কল্পনা! এশিয়া কাপে বিপক্ষ বোলারদের কাছে রীতিমতো ত্রাস ছিলেন তিনি। শাহিন শাহ আফ্রিদি থেকে হ্যারিস রউফ, সবাইকেই অবলীলায় বাউন্ডারির বাইরে ফেলেছেন। তিনি অভিষেক শর্মা। প্রতিযোগিতার সেরার পুরস্কার পেয়েছেন এশিয়া কাপে। সেই তাঁকেই এবার আউট করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এক পাকিস্তানি বোলার।
সাত ম্যাচে ৩১৪ রান করে ১৩ লক্ষ টাকা এবং গাড়িও উপহার পেয়েছেন তিনি। স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। সেই অভিষেককে রীতিমতো হুঙ্কারের সুরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাক পেসার ইসানুল্লাহ। বললেন, ভারতীয় ওপেনারকে আউট করতে তাঁর মাত্র তিন থেকে ছ’টি বল দরকার।
পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইসানুল্লাহ। ২৩ বছরের এই পেসারকে ভাইরাল হওয়া এক ভিডিওয় বলতে শোনা যায়, “যদি ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পাই, তাহলে ওকে আউট করতে আমার তিন থেকে ছয় বল লাগবে। আমার বলের গতি ১৪০ কিমি। কিন্তু ওর মনে হবে বলের গতি ১৬০ কিমি। ও বাঁ-হাতি। আর আমি বাঁ-হাতিদের ইনসুইং করতে পছন্দ করি। অভিষেক কিন্তু এই ধরনের বলে স্বাচ্ছন্দ্য নয়। তাই ওকে আউট করতে আমার সময় লাগবে না।”
এমন মন্তব্যের পর নেটিজেনদের কাছে হাস্যোস্পদ হয়েছেন ইসানুল্লাহ খান। তাঁরা বলছেন, যে খেলোয়াড় আড়াই বছর পাকিস্তান দলে সুযোগ পাননি, সে আবার স্বপ্নও দেখে। কেউ আবার বলছেন, এটা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, এই পাক পেসার ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে ১৫২.৬৫ কিমি গতিতে বল লাইম লাইটে এসেছিলেন।
In the era where premiums bolwers says O kohli hai maar sakhta hai
Be like Ihsan ullah— Babar Khan (@Babaristic)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.