সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাস থেকে টেস্ট ক্রিকেটের নিয়মের বদল হতে চলেছে। বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে আইসিসি। কোন ম্যাচ থেকে নতুন নিয়মে খেলা হবে? ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, নিয়মগুলি নতুন ডব্লিউটিসি চক্রের প্রথম টেস্ট ম্যাচ থেকে কার্যকর করা হবে। ১৭ জুন থেকে গলে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট। এই ম্যাচ থেকেই চালু হতে চলেছে নয়া নিয়ম। তাছাড়াও জুলাই থেকে সাদা বলের ক্ষেত্রেও বদলে যেতে চলেছে কিছু নিয়ম।
নয়া নিয়মগুলি কী কী? কনকাসন সাবের ব্যাপারে নিয়মের বদল আনতে চলেছে আইসিসি। এবার থেকে কোনও ক্রিকেটারকে কনকাসন সাব হিসেবে নামানো যাবে না। এরজন্য খেলা শুরুর আগে পাঁচ ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে ম্যাচ রেফারিকে। তালিকায় থাকবে একজন করে ব্যাটার, ফাস্ট বোলার, উইকেটকিপার, স্পিনার এবং অলরাউন্ডার। এই তালিকা থেকেই বদলি নামাতে পারবে দলগুলি।
মজার ব্যাপার হল, কোনও স্পিনার আহত হলে তাঁর জায়গায় স্পিনারকেই নামানোর নিয়ম করা হচ্ছে। এ ব্যাপারে ‘লাইক-ফর-লাইক’ নীতি অনুসারে অনুমোদন দেবেন ম্যাচ রেফারি। অন্যদিকে, নতুন ওয়ানডে বল নিয়ম আনতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগের নিয়ম অনুযায়ী, ওয়ানডে ম্যাচে দু’টি বল ব্যবহার করা হত। একেকটি বলে খেলা হত ২৫ ওভার করে। এবার থেকে প্রথম ওভার থেকে ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বল ব্যবহার করা হবে। ৩৫ ওভার শুরু হওয়ার আগে ফিল্ডিং দল দু’টি বলের মধ্যে একটি বেছে নিতে পারবে। খেলার অযোগ্য না হওয়া পর্যন্ত এই বলটিতেই খেলা চলবে।
এ ব্যাপারে আইসিসি জানিয়েছে, “প্রথম ওভার থেকে ৩৪ ওভার পর্যন্ত দু’টি নতুন বল থাকবে। ৩৫তম ওভারের আগে ফিল্ডিং দল ইনিংসের শেষ অবধি খেলার জন্য একটি বল বেছে নেবে। যদি কোনও কারণে ম্যাচটি ২৫ ওভার বা তার কম করা হয়, তাহলে প্রতিটি দলকে কেবল একটি করে নতুন বল দেওয়া হবে।” উল্লেখ্য, ২ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ থেকে চালু হতে চলেছে আইসিসি’র এই নয়া নিয়ম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.