সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে আজ পর্যন্ত সে ভাবে কোনও বাংলাদেশ অধিনায়ককে যা বলতে শোনা যায়নি, সেটাই এবার বলে রাখলেন পদ্মাপারের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলে রাখলেন যে, তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) খেলতে নামবেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে।
আজ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৭ সালে। সেবার তারা সেমিফাইনাল খেলেছিল। প্রতিযোগিতার ফাইনালও কখনও খেলেনি তারা। কিন্তু শান্ত-র মনে হচ্ছে, বাংলাদেশ টিমে যথেষ্ট উপাদান রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো। তা সে যতই গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো শক্তিধর টিমের তাঁদের মুখোমুখি হতে হোক না কেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান উড়ে যাওয়ার আগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলে দেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি। আমার মতে, যে আটটা টিম টুর্নামেন্টটা খেলছে, তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। তারা প্রত্যেকে যোগ্য। প্রত্যেকে ভালো টিম। আমি আমার টিমের উপর ভরসা রাখি। আমি বিশ্বাস করি যে, চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারব।” বাংলাদেশ অধিনায়কের মনে হচ্ছে, পাকিস্তানে তিনশো প্লাস রানের পিচ হবে। “আমরা যদি প্রথমে ব্যাট করি, তা হলে তিনশোর উপর রান করতে হবে আমাদের। দুবাইয়ে রানটা ২৬০-২৮০ হবে। কোন পিচে কত রান উঠবে, সেটা আগাম বলা কঠিন। কিন্তু আন্দাজ এ রকমই। নির্দিষ্ট দিনে কত রানের মধ্যে বিপক্ষকে বেঁধে রাখতে হবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি মানে চাপ থাকবেই। চ্যালেঞ্জও থাকবে। সে সবকে নিয়েই চলতে হবে,” বলেন শান্ত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস বাংলাদেশ পায়নি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়েছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ান ডে ফর্ম্যাটে। যদিও শান্ত বলেছেন, “আমরা ম্যাচ না খেলতে পারলেও, যা যা করা সম্ভব, করেছি। নিজে যেমন নিয়মিত ট্রেনিং করেছি। ফিটনেস নিয়ে খেটেছি। ঠিকঠাক চললে, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভালো যাবে বলেই বিশ্বাস।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.