Advertisement
Advertisement
ICC Champions Trophy 2025

প্রথম একাদশে শামি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই টস হারলেন রোহিত

প্রথম একাদশে রাখা হয়েছে মহম্মদ শামি।

ICC Champions Trophy 2025: India lost toss against Bangladesh in first game of the tournament
Published by: Anwesha Adhikary
  • Posted:February 20, 2025 2:10 pm
  • Updated:February 20, 2025 5:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) যুদ্ধে নেমে পড়ল ভারত। বৃহস্পতিবার দুবাই স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু রোহিত শর্মা ব্রিগেডের। টসে অবশ্য হারতে হল মেন ইন ব্লুকে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম একাদশে রাখা হয়েছে মহম্মদ শামিকে। তবে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। তিন পেসার-তিন স্পিনার রয়েছেন মেন ইন ব্লুর প্রথম একাদশে। 

Advertisement

India and Bangladesh in action at the 👊

Nazmul Hossain Shanto wins the toss and opts to bat 🏏

LIVE UPDATES ⬇️

— ICC (@ICC)

টসের সময় টাইগার অধিনায়ক শান্ত জানান, ভারতের বিরুদ্ধে নামার আগে তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ২০২২ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ভারতকে হারায় টাইগার ব্রিগেড। সেখান থেকেই গোটা দল আত্মবিশ্বাস পেয়েছে বলে জানান। বহুচর্চিত নাহিদ রানা-সহ তিনজন পেসার রয়েছেন বাংলাদেশের প্রথম একাদশে। সঙ্গে রাখা হয়েছে দুই স্পিনারকে।

যদিও রোহিত জানান, টসে জিতলেও তিনি ফিল্ডিংই করতেন। কারণ দুবাইয়ের মাঠে নৈশালোকে ব্যাট করা অনেক বেশি সহজ। একেবারে তাজা পিচে খেলতে নামবে দুই দল। ফলে উইকেট থেকে সাহায্য পাবেন পেসাররা। সেই কথা মাথায় রেখেই শামিকে রাখা হয়েছে প্রথম একাদশে। কিন্তু বাঁহাতি অর্শদীপ সিংয়ের বদলে কেন হর্ষিত রানাকে দলে রাখা হল, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেটমহলে। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ