ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপক্ষকে ঘূর্ণির জালে জড়িয়ে পরাস্ত করার ছক হয়তো খাটবে না রোহিত শর্মাদের। সূত্রের খবর, একেবারে তাজা পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত। তার জন্য আলাদা করে দুটো পিচ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাজা উইকেটে সাহায্য না পেলে কি স্পিনাররা বিধ্বংসী হয়ে উঠতে পারবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রত্যেকটি ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, ওই স্টেডিয়ামে পরপর নানা টুর্নামেন্ট খেলা হয়েছে। গত অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলা হয়েছে সেখানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই সেখানে খেলা হয়েছে দুবাইয়ের ঘরোয়া লিগ আইএলটি২০। ওই টুর্নামেন্টের মোট ১৫টি ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এত ম্যাচ খেলা সত্ত্বেও দুটি পিচ একেবারে আলাদা করা রাখা হয়েছিল। ওই পিচ দুটি ব্যবহার করা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই। দুবাইয়ের ওই স্টেডিয়ামে ১০টি ম্যাচ স্ট্রিপ রয়েছে। আইএলটি২০র লিগ পর্বের ম্যাচ চলাকালীন সাফ নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দিষ্ট দুটি পিচে যেন কোনও ম্যাচ খেলা না হয়। তবে টুর্নামেন্টের নক আউট পর্বে ওই পিচ ব্যবহার হয়েছে কিনা, সেটা দুবাইয়ের ক্রিকেট কর্তাদের অজানা।
সাধারণত দুবাইয়ের পিচে পেসাররাও সাহায্য পেয়ে থাকেন। তাজা পিচে খেলতে নেমে আরও ভয়ংকর হয়ে উঠবেন তাঁরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মাত্র হার্দিক পাণ্ডিয়া-সহ তিনজন পেসারকে রেখেছে ভারত। রয়েছেন পাঁচ স্পিনার। তাহলে কি দল নির্বাচনে গলদ থেকে গেল? যদিও বিশ্লেষকদের মতে, তাজা পিচে ব্যাটার-বোলার উভয়েই সাহায্য পাবেন। যেসমস্ত স্পিনারদের বলের গতি বেশি, তাঁরা দারুণ সাফল্য পেতে পারেন এই পিচে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.