ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু সতর্কবার্তা দিয়ে ক্ষান্ত হল না। শেষ পর্যন্ত আইসিসি বড়সড় শাস্তিও দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাও সেটা এশিয়া কাপ ফাইনালের একদিন আগে। যদিও সূর্যর শাস্তি নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডও পালটা আবেদনের পথে হাঁটতে চলেছে।
১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর পহেলগাঁও জঙ্গিহানার বিষয়ে মুখ খুলেছিলেন সূর্য। জানা গিয়েছে ভারত অধিনায়কের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। রবিবার ফাইনাল খেলতে তাঁর কোনও বাধা নেই। কিন্তু এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ আর মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং সেটা ‘প্রেস্টিজ ইস্যু’ হয়ে গিয়েছে। সূর্য যে মন্তব্য করে কোনও ভুল করেননি, পালটা আবেদন করে সেটাই প্রমাণ করতে চাইছে বিসিসিআই।
সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো নিয়ে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। পহেলগাঁও হামলার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সূর্য বলেছিলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।” এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি।
বৃহস্পতিবার আইসিসি’র শুনানিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। তারপর আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। অন্যদিকে পাকিস্তানের ‘গান সেলিব্রেশন’ করা সাহিবজাদা ফারহানকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ‘বিমান ধ্বংস’ সেলিব্রেশন করা হ্যারিস রউফেরও ৩০ শতাংশ জরিমানা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.