ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের আগেই আইসিসির তরফে সতর্কবার্তা পেলেন সূর্যকুমার যাদব। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক জানান, এই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করছেন। সেই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন। কিন্তু এহেন মন্তব্য করা থেকে সূর্যকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।
সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো নিয়ে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। পহেলগাঁও হামলার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সূর্য বলেছিলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।” এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি।
সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি ধার্য করেছিল আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। তারপর আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে এখনও সরকারিভাবে সূর্যর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেননি রিচার্ডসন। শুক্রবার হয়তো সূর্যকে শাস্তি দেওয়া হতে পারে। হয় তাঁর ম্যাচ ভাতার পনেরো শতাংশ জরিমানা হবে। কিংবা একটা ‘ডিমেরিট পয়েন্ট’ পাবেন তিনি।
অন্যদিকে দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানি শুক্রবার। যা হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। তারপর তাঁদের ভাগ্য জানা যাবে। আসলে সুপার ফোরের ম্যাচে ‘গান সেলিব্রেশন’ করা সাহিবজাদা ফারহান এবং হাতের মুদ্রায় ‘জেট ক্র্যাশ’ -এর ইঙ্গিত করে মহাবিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছে আইসিসি-র কাছে। সেই অভিযোগের শুনানি হবে শুক্রবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.