সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং-বোলিং নিয়ে গর্ববোধ করতে পারে পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু ফিল্ডিং! পাকিস্তানের ফিল্ডিং কোনও সময়েই খুব একটা ভালো ছিল না। ফিল্ডিংয়ের উন্নতি এখনও হয়নি বাবর আজমের দলের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের হাস্যকর ফিল্ডিং দেখা গিয়েছে। আর সেই ফিল্ডিং দেখে স্থির থাকতে পারেননি ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। আর দুটো প্রস্তুতি ম্যাচেই হার মানতে হয়েছে পাকিস্তানকে।
অজিদের বিরুদ্ধে ম্যাচেই দেখা গিয়েছে হতশ্রী ফিল্ডিং। মহম্মদ ওয়াসিম ও মহম্মদ নওয়াজ নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে গিয়ে বলটাই ধরলেন না। আর দুই পাকিস্তানি ফিল্ডারের এহেন ফিল্ডিং দেখার পরে আর থাকতে পারেননি ধাওয়ান। সোশাল মিডিয়ায় পাকিস্তানের ফিল্ডিং মিসের ভিডিও পোস্ট করে লিখেছেন, ”পাকিস্তান অ্যান্ড ফিল্ডিং নেভার এন্ডিং লাভ স্টোরি।”
Pakistan & fielding never ending love story 🥰😄😄
— Shikhar Dhawan (@SDhawan25)
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। তবে প্রস্তুতি ম্যাচ আর বিশ্বকাপ এক নয়। বিশ্বকাপ শুরু হলে অন্য পাকিস্তানকে দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.