Advertisement
Advertisement
Rohit Sharma

ফাইনাল জেতানো ইনিংসের পুরস্কার! ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে লাফ রোহিতের, দুরন্ত ফর্মেও নামলেন বিরাট

শীর্ষে রয়েছেন শুভমান গিল।

ICC ODI Rankings: Rohit Sharma rises to No. 3 after Champions Trophy final heroics and Virat Kohli slipped to No. 5
Published by: Arpan Das
  • Posted:March 12, 2025 4:05 pm
  • Updated:March 12, 2025 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এবার তার পুরস্কারও পেলেন। আইসিসি র‍্যাঙ্কিংয়ে দু ধাপ উঠলেন ভারত অধিনায়ক। কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে আগুনে ফর্মে থেকেও র‍্যাঙ্কিংয়ে নামলেন বিরাট কোহলি। যদিও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতেরই শুভমান গিল।

Advertisement

গোটা টুর্নামেন্ট জুড়ে সেভাবে রান পাননি। কিন্তু ফাইনালের মঞ্চে জ্বলে ওঠেন হিটম্যান। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলেন রোহিত। শেষ পর্যন্ত ৮৩ বলে ৭৬ রান করেন তিনি। আর তার সুফলও পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। দুধাপ উঠে এখন তিনি রয়েছেন তৃতীয় স্থানে। রোহিতের রেটিং ৭৫৬।

অন্যদিকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন কোহলি। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর সেমিফাইনালে অজিবাহিনীর বিরুদ্ধে মূল্যবান ইনিংস খেলে আবারও বুঝিয়ে দিয়েছেন তিনিই কিং। ৯৮ বলে ৮৪ রান করে বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে আউট হন তিনি। যদিও ওই ইনিংসের সুবাদে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন। কিন্তু ফাইনালে রান পাননি। মাত্র ১ রান আউট হন কোহলি। যার জেরে একধাপ নেমে গেলেন তিনি। কোহলির রেটিং ৭৪৪।

এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা শুভমান গিল (৭৮৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম (৭৭০ পয়েন্ট)। এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (৭৬০ পয়েন্ট)। অন্যদিকে বোলিংয়ে ৬ ধাপ উঠে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিন ধাপ উঠে তৃতীয় স্থানে কুলদীপ যাদব। দশম স্থানে রবীন্দ্র জাদেজা। শীর্ষে মহেশ থিকসানা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ