সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে আগুনে বোলিং করেন মহম্মদ শামি (Mohammed Shami)। ১৮ রানের বিনিময়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন তিনি। শামিকে নিয়ে জোর চর্চা সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা গিয়েছে, উইকেট নেওয়ার পরে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসার পরই সতীর্থদের আলিঙ্গনে ধরা পড়েন শামি। কিছুক্ষণের জন্য শামির হাঁটু মুড়ে বসে পড়া নিয়েই জোর আলোচনা।
তিনি কি প্রার্থনা করার জন্যই বসে পড়েছিলেন? প্রার্থনা করতে গিয়েও কি করলেন না? নাকি ক্লান্ত অবসন্ন হয়েই বসে পড়েছিলেন শামি? তিনি নিজে অবশ্য কিছু বলেননি।ভারতের তারকা বোলার কিছু না বলায়, তিনি কী করতে চেয়েছিলেন, তা হয়তো অজ্ঞাতই থেকে যাবে।
ম্যাচ শেষে আল্লাকে ধন্যবাদ জানান ভারতের তারকা বোলার। তবে শামিকে নিয়ে আলোচনা ম্যাচ শেষের পর থেকেই শুরু হয়ে যায়। পাকিস্তানি মিডিয়া অবশ্য এর মধ্যে ধর্মের রং দিয়েছে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন, ”প্রার্থনাই করতে গিয়েছিলেন শামি। কিন্তু শেষমেশ আর প্রার্থনা করেননি।”
यह क्या करने जा रहा था … ?
— Suresh Chavhanke “Sudarshan News” (@SureshChavhanke)
এক সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, উইকেট নেওয়ার পরে কানেরিয়া ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। এরকমই নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
Left: Danish Kaneria freely observing his religious practice after taking a wicket for Pakistan.
Right: Shami stopping himself from doing Sajda after taking a fifer for India remembering the last backlash.
— Sher Khan (@K4anSh3r)
মহম্মদ শামিকে নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি অতীতে। তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছিল মাঠে। খারাপ পারফর্ম করায় শামিকে কটূক্তি শুনতে হয়েছিল। তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তাঁকেও ছাড়া হয়নি। বিশ্বকাপে শামি এখন আগুন জ্বালাচ্ছেন। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।
Muhammad Shami was about to perform Sajda after taking wicket but he couldn’t coz of the reaction of some extremists. What a heart breaking sight to see.
— Maham Gillani (@DheetAfridian)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.