বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না কেন উইলিইয়ামসন। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু শরীর যে সায় দিচ্ছে না। হ্যাঁ, কেন উইলিয়ামসনের (Kane Williamson) কথা বলা হচ্ছে। কাপ যুদ্ধ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল গতবারের রানার্সরা। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে কিউইরা। সেই ম্যাচ খেলতে পারবেন না দলের অধিনায়ক উইলিয়ামসন। শুক্রবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর এই ব্যাপারে সরকারি ঘোষণা করে দিল আইসিসি (ICC)।
তবে হায়দরাবাদে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবেন উইলিয়ামসন। বাবর আজম (Babar Azam)-শাহিন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi) বিরুদ্ধে তাঁকে ব্যাটার হিসেবে দেখা যাবে। এর পর সোমবার অর্থাৎ ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধেও তিনি মাঠে নামবেন। সেই ম্যাচে তাঁর ব্যাটিং ও ফিল্ডিং করার কথা। এমনটাই প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে।
কোচ গ্যারি স্টেড বলেছেন, “বিশ্বকাপ আমাদের কাছে অনেক বড় ইভেন্ট। কেন উইলিয়ামসনের ফিটনেসে উন্নতির জন্য সময় পাওয়াটাই এখন অগ্রাধিকার। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হল।”
Star New Zealand batter ruled out of opener against England.
More details 👇
— ICC (@ICC)
২০২৩ আইপিএল-এ (IPL 2023) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কেন উইলিইয়ামসন। সেই চোটের জন্য তাঁর হাঁটুর এসিএল ছিঁড়ে যায়। ফলে প্রায় ছয় মাসের জন্য মাঠ থেকে ছিটকে যান তিনি।
এর পর জাতীয় দলের পাশাপাশি ইংল্যান্ডে রিহ্যাব চালিয়ে যান তিনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। উইলিয়ামসনের অনুপস্থিতিতে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম (Tom Latham)। এই দুটি প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেবেন দলের উইকেটকিপার ল্যাথাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.