বিশ্বকাপের লোগোতে নবরস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশ জুড়ে চলছে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মরশুম। কাপ যুদ্ধের ভরা বাজারে একাধিক পারফর্মার। সবাই বাইশ গজের যুদ্ধে নিজেকে তুলে ধরতে মরিয়া। এমন প্রেক্ষাপটে এবার চলে এল দারুণ তথ্য। কাপ যুদ্ধ শুরু হওয়ার আগে এই নবরস নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এই নবরসের ৯টি চিহ্নের অর্থ কী জানেন?
আনন্দ – এই প্রতীক সমর্থকদের উচ্ছ্বাসকে প্রকাশ করে। যখন ক্রিকেট ভক্তদের প্রিয় দল কোনও ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পায় কিংবা তাঁদের প্রিয় ক্রিকেটার পারফরম্যান্স করেন, তখন দর্শকদের দারুণ আনন্দ হয়।
শক্তি – এই চিহ্ন ক্রিকেটারের শক্তিকে তুলে ধরে। কোনও ক্রিকেটার একটি চার বা ছক্কা মারলেই নাকি এই অনুভূতি হয় ভক্তদের।
সম্মান – এই প্রতীকের মাধ্যমে ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটার এবং সতীর্থদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
গর্ব – যে কোনও ক্রিকেট ভক্তরা গর্বিতবোধ করেন যখন ম্যাচের আগে তাঁর দেশের জাতীয় সঙ্গীত হয় বাজানো হয়।
সাহসিকতা – শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একজন ক্রিকেটার তাঁর দলের জন্য পারফর্ম করেন তখন সেই ক্রিকেটারের সাহসিকতার কথা ফুটে ওঠে দর্শকদের মধ্যে।
গৌরব – বিশ্বকাপ খেতাব অর্জন এবং সাফল্যের শিখরে পৌঁছে গেলেই এই গৌরবান্বিত অনুভূতি হয়।
আশ্চর্য – বিশ্বকাপে ঘটে যাওয়া অসাধারণ এবং অপ্রত্যাশিত ঘটনাগুলি এই চিহ্নকে পুরোপুরি ফুটিয়ে তোলে।
আবেগ – এই প্রতীকের মাধ্যমে খেলাধুলার প্রতিটি অনুরাগী, ক্রীড়াবিদ এবং উৎসাহীদের মানসিকতা ফুটে ওঠে।
হতাশা – এই প্রতীকের মাধ্যমে যন্ত্রণার অনুভূতি প্রকাশ পায়। কোনও দল যখন হারে, তাদের সমর্থকদের এই অনুভূতি হয় বলে ব্যাখ্যা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.