সতীর্থদের সঙ্গে আড্ডার মেজাজে হার্দিক। ছবি: বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারুণ বোলিং করেছেন। ভেবেছিলেন ব্যাট করতে হবে। রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাটিং ঝড়ের জন্য তাঁকে ড্রেসিংরুমেই বসে থাকতে হয়েছিল। তবে তাতে কি! চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) সাত উইকেটে হারাতেই বাকিদের মতো তাঁকে উচ্ছ্বসিত দেখায়। এবং সাত উইকেটে জয়ের পরেই বদলে গেল তাঁর ভূমিকা। একেবারে অ্যাঙ্করের ভূমিকায় ধরা দিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। রোহিত থেকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সবার সাক্ষাৎকার নিলেন তিনি। ঘুরে দেখালেন টিম ইন্ডিয়ার (Team India) অন্দরমহল। বিসিসিআই-এর (BCCI) তরফে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।
হার্দিক প্রথমে চলে যান রোহিতের কাছে। সেই সময় কয়েক জনকে অটোগ্রাফ দিচ্ছিলেন হিটম্যান। সেই সময় অধিনায়ককে হার্দিক জিজ্ঞেস করেন, ‘তুমি এভাবে ব্যাট করে আমাদের উপর চাপ কমিয়ে দিলে।’ রোহিত উত্তরে বলেন, ‘গত দুই বছর ধরে এভাবেই ব্যাট করার চেষ্টা করছি। উইকেট এত ভালো ছিল যে শট খেলতে ইচ্ছে করছিল। জানি শতরান হাতছাড়া হয়েছে। তবে এখন আর ও সব ভেবে খেলতে নামি না।” এর পর হার্দিক ফের প্রশ্ন করেন ‘তোমার এমন পাওয়ার শটের রহস্য কী?’ মজার ছলে রোহিত বলে দেন, ‘আরে ওরা আমাকে জিজ্ঞেস করছিল, কীভাবে এত জোরে শট মারছি। ওদের আমার হাতের পেশি দেখিয়েছিলাম।’
What happens when you mic-up vice-captain Hardik Pandya 🎙️🗣️😃
Hardik turns anchor for and take us into the confines of the dressing room after the epic encounter 🇮🇳
You don’t want to miss this one! 👌 – By
WATCH 🔽
— BCCI (@BCCI)
এর পরেই হেড কোচ রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়ে হার্দিক চলে যান সোজা সাজঘরে। সেখানে গিয়েই তিনি জশপ্রীত বুমরাহের খোঁজ করেন। যদিও ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর দেখা পাননি। হাতের কাছে পেয়ে যান রবীন্দ্র জাদেজাকে। হার্দিক প্রশ্ন করেন, ‘এত সহজ ভাবে কী করে তুমি বল করো?’ হার্দিকের কথা শুনে হেসে ফেলেন ‘স্যর জাদেজা’। এর পর তিনি ধরেন মহম্মদ সিরাজকে। তাঁর সঙ্গে বুমরার বোলিং নিয়ে কথা বলেন হার্দিক। বুমরার লাইন, লেংথের প্রশংসা করে বলেন, ‘ও বেশি কথা বলে না। তবে চুপচাপ নিজের কাজটা করে দেয়।’ কিছুক্ষণ পরেই আলোচনায় যোগ দেন বুমরাহ।
পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার লড়াই জেতার পর এখন অনেকটাই চাপমুক্ত ভারতীয় শিবির। দলের সকলেই চনমনে মেজাজে আছেন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ অক্টোবর রোহিতদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। পুণের মাঠে টাইগার্সদের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.