Advertisement
Advertisement
Test Cricket

টেস্টে দিন কমানোর পথে ICC, বিশেষ ছাড় ভারতকে! কৌলিন্য হারাবে লাল বলের ক্রিকেট?

অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি টেস্ট খেলতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত!

ICC plans to shorten Test cricket to four days

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 17, 2025 2:21 pm
  • Updated:June 17, 2025 3:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে (Test Cricket) নিয়মে! সূত্রের খবর, টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছরদুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। তবে এই নিয়মেও ছাড় দেওয়া হতে পারে ভারতকে।

Advertisement

অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ সূত্রে খবর, গত সপ্তাহে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েই এই নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে দেওয়া হোক। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও সাড়ে তিনদিনের কমেই শেষ হয়েছে।

গার্ডিয়ানের রিপোর্টে তুলে ধরা হয়, টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কাটছাঁটের কথা ভাবছে আইসিসি। চ্যাম্পিয়ন হলেও খুব কম সদস্যের দল নিয়ে খেলতে এসেছিল প্রোটিয়ারা। রিপোর্টে দাবি করা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রত্যেকদিন ৯৮ ওভার খেলার পরিকল্পনা করছে আইসিসি।

তবে ভার‍ত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পাঁচদিনের টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ বর্ডার-গাভাসকর ট্রফি, অ্যান্ডারসন-তেণ্ডুলকর, অ্যাশেজের মতো বিখ্যাত সিরিজ খেলে থাকে এই দলগুলি। তাই এই সিরিজের ফরম্যাট বদলাতে চাইছে না আইসিসি। তবে নতুন নিয়ম হয়তো কার্যকর হতে পারে ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ