ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন। ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। তার কয়েকদিন আগে মেগা টুর্নামেন্টের সুর বেঁধে দিয়ে এবারের বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি। শ্রেয়া ঘোষালের সুরের মূর্ছনার সঙ্গে র্যাপের মিশেলে জমজমাট অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’ এবার বিশ্বকাপের সময় স্টেডিয়াম মাতাবে।
৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইবেন শ্রেয়া। আইসিসির তরফে ঘোষণা করা হয়েছে এই বিষয়টি। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। সুরের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন। আরও একবার তিনি ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন ব্রিং ইট হোম গানের মাধ্যমে। ৮ দেশের ক্রিকেটারদের তাতাতে সুরের জাদুতে শ্রেয়ার বার্তা, ‘হৃদস্পন্দন বলে, এবার কাপটা ঘরে আনো।’
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার পারফরম্যান্সে মাতবেন ৭ দেশের মহিলা ক্রিকেটাররা। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠান হবে গুয়াহাটিতে। কিন্তু সেখানে অংশগ্রহণ করবে না পাকিস্তান মহিলা দল। এমনিতে গোটা টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে অধিনায়ক ফতিমা সানা হোক বা অন্য কোনও প্লেয়ার ভারতে আসছেন না। উদ্বোধনী অনুষ্ঠানেও তার অন্যথা হবে না।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে ২ নভেম্বর। কিন্তু পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.