Advertisement
Advertisement
India vs England Test Series

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে পিচ কেমন ছিল? চমকপ্রদ রেটিং দিল আইসিসি

অ্যান্ডারসন-তেণ্ডুলকর সিরিজের চার ম্যাচের পিচের মান নিয়ে রেটিং প্রকাশ করেছে আইসিসি।

ICC Reveals pitch ratings for India vs England Test Series

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2025 9:52 am
  • Updated:August 9, 2025 9:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ডারসন-তেণ্ডুলকর সিরিজ। অনেক ক্রিকেট বোদ্ধার মতেই এটি সাম্প্রতিক অতীতের অন্যতম সেরা টেস্ট সিরিজ। শুধু সিরিজ শেষের ২-২ ফলাফল নয়, প্রতিটি টেস্টের, প্রতিটি সেশনের লড়াই ছিল মনে রাখার মতো। এ সিরিজ বহু মহানায়কোচিত পারফরম্যন্স দেখেছে, এ সিরিজ ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার পরীক্ষা নিয়েছে, এ সিরিজ পরীক্ষা নিয়েছে ক্রিকেটারদের শারীরিক সামর্থ্যেরও।

Advertisement

স্বাভাবিকভাবেই টানটান উত্তেজনার এই সিরিজের পিচ প্রশংসিত হয়েছে। এই পিচে যেমন বোলাররা নতুন বলে সাহায্য পেয়েছেন, তেমনই বল একটু পুরনো হলে রান এসেছে ব্যাটারদের ব্যাট থেকেও। সেভাবে পিচ ভাঙতে দেখা যায়নি। অস্বাভাবিক আচরণও তেমন করেনি। তবে আইসিসির পিচ রেটিং খানিকটা অবাক করার মতোই।

অ্যান্ডারসন-তেণ্ডুলকর সিরিজের চার ম্যাচের পিচের মান নিয়ে রেটিং প্রকাশ করেছে আইসিসি। তাতে মাত্র একটি পিচকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করা হয়েছে। বাকি কোনও পিচকেই ভালোর তালিকায় রাখা হয়নি। বাকি পিচগুলিকে সন্তোষজনক ‘আখ্যা’ দেওয়া হয়েছে। আইসিসির পর্যবেক্ষকরা হেডিংলির প্রথম টেস্টের পিচকে ‘খুব ভালো’ বলে আখ্যা দিয়েছেন। এই ম্যাচে শেষ ইনিংসে ৩৭২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এজবাস্টন, লর্ডস এবং ম্যাঞ্চেস্টার টেস্টের পিচকে ‘সন্তোষজনক’ আখ্যা দেওয়া হয়েছে। চারটি মাঠের আউটফিল্ডকেই ‘খুব ভালো’ আখ্যা দেওয়া হয়েছে।

সিরিজের শেষ ম্যাচে নাটকীয় জয় পেয়ে সমতা ফিরিয়েছে ভারত। ওই টেস্টের আগে পিচ নিয়ে বিস্তর বিতর্ক হয়। পিচ পর্যবেক্ষণ করা নিয়ে কিউরেটর এবং ভারতীয় কোচের মধ্যে একপ্রকার বিবাদও হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ওভালের ২২ গজ সিরিজের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে। সেই পিচের রেটিং অবশ্য এখনও প্রকাশ করেনি আইসিসি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ