Advertisement
Advertisement
ICC

ক্রিকেট থেকে নির্বাসিত আমেরিকা, টানা সতর্কবার্তার পর কড়া পদক্ষেপ আইসিসি’র

কী অভিযোগ আমেরিকার বিরুদ্ধে?

ICC suspends USA Cricket’s membership after breaches of its obligations
Published by: Arpan Das
  • Posted:September 24, 2025 9:06 am
  • Updated:September 24, 2025 9:16 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে অনেক নিয়মভঙ্গের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল আইসিসি।

Advertisement

গতবছর আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। সেখানে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিলেন সৌরভ নেত্রভালকররা। কিন্তু একবছর কাটতে না কাটতেই নির্বাসনের কালো ছায়া তাদের উপর। আসলে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও উপযুক্ত ক্রিকেটীয় পরিকাঠামো তৈরি না করতে পারা কিংবা অলিম্পিক বা প্যারালিম্পিকের কমিটির থেকে স্বীকৃতি আদায় করতে না পারা, ইত্যাদি নিয়ে বিরক্ত ছিল আইসিসি। কারণ আমেরিকার ব্যর্থতায় আইসিসি’রও মুখ পুড়ছিল। সেই কারণেই কঠিন সিদ্ধান্ত নিল তারা।

আইসিসি’র তরফ থেকে জানানো হয়েছে, “গত কয়েক বছরে আমেরিকার ক্রিকেটের ধারাবাহিক কার্যক্রম খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর নির্বাসনে শিলমোহর দেওয়া হল। আইসিসি’র সদস্য হওয়া সত্ত্বেও সংবিধানের নিয়মগুলো বারবার লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা শুধুমাত্র উপযুক্ত পরিকাঠামো তৈরিতে ব্যর্থ নয়। অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির থেকে স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়েছে। যে কারণে সেদেশে ও গোটা বিশ্বে ক্রিকেটের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে।”

গতবছর শ্রীলঙ্কায় বার্ষিক আলোচনার পরই অনুমান করা গিয়েছিল যে নির্বাসন সময়ের অপেক্ষা। যদিও আইসিসি’র প্রতিযোগিতায় আমেরিকার খেলার কোনও বাধা থাকছে না। ফলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে পারবে তারা। অন্যদিকে আমেরিকার মেজর লিগেও প্রচুর টাকা ঢেলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ