ভারত: ১৩২/৪ (দীপ্তি-৪৯*)
অস্ট্রেলিয়া: ১১৫/১০ (হিলি-৫১)
১৭ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে মধুর প্রতিশোধ। চলতি মাসেই ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিলেন ভারতীয় মহিলারা। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বদলা নিলেন হরমনপ্রীত কৌররা।
এদিন সিডনিতে পুনম যাদব এবং শিখা পাণ্ডের অনবদ্য বোলিংয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করল ভারতীয় মহিলা দল। পুনম চারটি এবং শিখা তিনটে উইকেট তুলে নেন। ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে ঝলসে উঠতে না পারলেও দুর্দান্ত বোলিংয়েই কুপোকাত অজিবাহিনী। ১৭ রানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা।
ছ’বারের মধ্যে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এহেন শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াইটা যে বেশ কঠিন, তা ভালই জানতেন স্মৃতি মান্ধানারা। তবে আত্মবিশ্বাসে ভাটা পড়তে দেননি। ব্যাট হাতে শেফালি বর্মা (২৯) শুরুটা মন্দ করেননি। কিন্তু স্মৃতি-হরমনরা ব্যর্থ হন। দলের রাশ ধরেন দীপ্তি শর্মা। অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গা করে দেন। ৯ রানে অপরাজিত থাকেন বেদা কৃষ্ণমূর্তি। ১৩৩ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের শুরুতেই বেগ দেন অ্যালিসা হিলি। ৩৫ বলে ৫১ রান দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ছটি চার এবং একটি ছয় দিয়ে। কিন্তু তারপরই টপ-অর্ডারে ধস নামান পুনম-শিখা। মিডল অর্ডারে গার্ডনারের ৩৪ রান ছাড়া আর কেউ দুই সংখ্যায় পৌঁছতে পারেননি।
begin the campaign with a win over Australia 🇮🇳💪
— BCCI Women (@BCCIWomen)
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বিরাট কোহলিদের পারফরম্যান্স হতাশাজনক হলেও এদিন হরমনপ্রীতরা হাসি ফোটালেন দেশবাসীর মুখে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় নিঃসন্দেহে দলকে অক্সিজেন দিল। ভারতের পরের প্রতিপক্ষ বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.