Advertisement
Advertisement

পাঁচতারা হোটেলের খাবারও নাপসন্দ! রেস্তরাঁ থেকে বিরিয়ানি-কাবাব আনিয়ে খেলেন বাবররা

এই না হলে বিরিয়ানি প্রেম!

ICC World Cup 2023: Pakistan team had a taste of famous Biriyani in Kolkata | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2023 11:23 am
  • Updated:October 29, 2023 11:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়ার সব টেনশন একদিকে। আর বিরিয়ানির স্বাদ একদিকে। নাহলে ফাইভ স্টার হোটেলে থেকেও কেউ জোম্যাটোর মাধ্যমে পার্ক সার্কাসের রেস্তরাঁ থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়ার কথা ভাবতে পারেন! যেমনটা কলকাতায় নেমেই করে ফেললেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা।

Advertisement

লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ শনিবার বিকেল ৫টা নাগাদ কলকাতায় পা রেখেছেন বাবর আজমরা। বিমানবন্দর থেকে টিম বাসে করে সোজা বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে পৌঁছন রিজওয়ানরা। পাক শিবির সূত্রের খবর, শনিবার বাবরদের অনুশীলনের কোনও পরিকল্পনা ছিল না। সন্ধেটা হোটেলেই কাটান তাঁরা। কেউ কেউ ইডেনের পিচ বুঝে নেওয়ার জন্য নজর রাখেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। তবে সবচেয়ে চমকপ্রদ কাণ্ডটি ঘটে রাতের খাবারের সময়।

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

জানা গিয়েছে, রাতে বাবররা চাইছিলেন পার্ক সার্কাসের বিখ্যাত বিরিয়ানি চেখে দেখতে। এর আগে হায়দরাবাদে থাকাকালীন বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি খেয়ে বেশ সুনাম করেছিল পাক দল। শনিবার রাতে তাই পার্ক সার্কাসের বিখ্যাত জমজম রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করে পাক দল। জানা গিয়েছে, পাক তারকারা জোম্যাটোর মাধ্যমে অর্ডার করেছিলেন বিরিয়ানি আর কবাব। রাতে তাই দিয়েই হয় উদরপূর্তি।

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

ইডেনে পরপর দুই ম্যাচ খেলবে পাকিস্তান। একটি বাংলাদেশের বিরুদ্ধে, অপরটি ইংল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে দুটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে পাক দলকে। তবে সেসব নিয়ে আপাতত মাথা ঘামাতে চান না বাবররা। মাথায় পাহাড়প্রমাণ টেনশন নিয়েও বিরিয়ানি-কাবাবে মন তাঁদের। এই না হলে বিরিয়ানি প্রেম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ