Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

পতিতাদের পিছনে টাকা না ওড়ালে…, শামির প্রতি ক্ষোভ উগরে হাসিন বললেন, ‘আই লাভ ইউ জানু’

সম্প্রতি শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

If you don't give money to prostitutes..., Hasin gets angry at Shami and says 'I love you Janu'

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 5, 2025 4:44 pm
  • Updated:July 5, 2025 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে শামিকে। এর মধ্যে স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে তাঁকে। এই আবহে শুক্রবার হাসিন জাহান ইনস্টাগ্রাম পোস্টে মহম্মদ শামিকে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে ‘লোভী’, ‘নীচু মনের লোক’ ইত্যাদি বাছা বাছা শব্দের ব্যবহার করলেও লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি জানু’।

Advertisement

এরপরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। তাঁরা ভেবে বসেন, শামির প্রতি কি তবে হাসিন জাহানের মান-অভিমান পর্ব শেষ হতে চলেছে? যদিও তাঁদের ‘ভ্রম’ ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি। হাসিন তাঁর গোটা পোস্টে লেখেন, ‘আমি তোমাকে খুবই ভালোবাসি জানু। তুমি কি আমার মতো এমন একজন স্ত্রী পাবে যে এত তীব্রভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে? চিন্তা করো না, আমার ভালোবাসা তোমার সঙ্গে আমৃত্যু পর্যন্ত থাকবে। ৭ বছর ধরে আমরা একটি আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছি। তুমি কী লাভ করেছ?’

তিনি আরও লিখেছেন, ‘চরিত্রহীন, লোভী, নীচ মনোভাবাপন্ন হয়ে তুমি তোমার নিজের পরিবারকেই তো ধ্বংস করে দিয়েছ। আমাদের অপমান করার জন্য, আমাদের হয়রানি করার জন্য, সর্বত্র আমাদের পরাজিত করার জন্য তুমি কত অপরাধ কিনেছ তা কি জানো? এসব করে তুমি কি কিছু অর্জন করেছ? যে টাকা তুমি অপরাধীদের দিয়েছিলে, পতিতাদের পিছনে উড়িয়েছিলে, যদি সেই টাকা তোমার মেয়ের শিক্ষা, জীবন এবং ভবিষ্যতের জন্য ব্যয় করলে আমরা একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। কত ভালো হত, আমরা এমন জীবন থেকে রক্ষা পেতে পারতাম। মর্যাদার সঙ্গে জীবনযাপনও করতে পারতাম।’

এর আগে তিনি লিখেছিলেন, ‘একজন ভুল মানসিকতার মানুষের মন সব সময় অপরাধবোধে টইটম্বুর। সে তার নিজের পরিবার, স্ত্রী এবং সন্তানদের সমস্যার দিকে ঠেলে দেয়। এমন মানুষের মন অহংকারে ভরা। তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, নিজেরাই জানে না কোন পথে দাঁড়িয়ে রয়েছে। এমনকী তারা কী করছে, কেন করছে সেটাও জানে না। এই মুহূর্তে তাকে (শামি) সম্পূর্ণভাবে অহংকার গ্রাস করেছে। যেদিন অহংকার ম্লান হবে, সেদিন সে তার স্ত্রী, তার মেয়ে এবং তার সমস্ত অন্যায়ের কথা মনে করবে। এখন পর্যন্ত সেই অহংকারের কারণে ও আমার সঙ্গে বা আমাদের কন্যার সঙ্গে যোগাযোগ করার কোনও চেষ্টা করেনি। শেষবার ও মেয়ের সঙ্গে দেখা করেছিল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ের কারণেই।’ উল্লেখ্য, ২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন হাসিন জাহান।

সেই সময় আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ। তখন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়, হাসিন নিজে মডেলিং করে আয় করেন। তাই শামিকে কোনও খোরপোশ দিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যান হাসিন। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে যথাযথ অঙ্কের খোরপোশ পেয়েছেন হাসিন। তবে, এর পরেও শামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement