Advertisement
Advertisement
Imran Khan

‘পাক সেনাপ্রধান আর পিসিবি প্রধান ওপেন করুক’, ভারতকে হারাতে শাহিনদের ‘টোটকা’ ইমরানের

মাত্র এক সপ্তাহের মধ্যে এশিয়া কাপে দু'বার ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান।

Imran Khan mocks Pak army chief and PCB chief for Pakistan's defeat against India

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 23, 2025 2:41 pm
  • Updated:September 23, 2025 2:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহের মধ্যে এশিয়া কাপে দু’বার ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। সবমিলিয়ে পাক ক্রিকেটে গেল গেল রব। এহেন পরিস্থিতিতে পাক ক্রিকেটকে খোঁচা দিলেন সেদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। কাপ্তানের দাওয়াই, পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ক্রিজে নামুন সেনাপ্রধান আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। একমাত্র সেটা হলেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান।

Advertisement

একাধিক মামলায় আপাতত জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সোমবার ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিমা জানান, “ইমরান বলছে, ভারতকে হারাতে গেলে একটাই পথ রয়েছে পাকিস্তানের সামনে। সেটা হল, মুনির আর নকভি একসঙ্গে ওপেন করুক। তবে সেটুকুই যথেষ্ট নয়। পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজি ফৈয়জ ইসা এবং প্রাক্তন নির্বাচন কমিশনার সিকন্দর সুলতান রাজাকে ওই ম্যাচের আম্পায়ার হতে হবে। ম্যাচের তৃতীয় আম্পায়ার হবেন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার।”

উল্লেখ্য, দিনকয়েক আগেই মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন ইমরান। জেলে তাঁর এবং তাঁর স্ত্রী বুশরা বিবির উপর মানসিক নির্যাতন করছেন পাক সেনাপ্রধান, এমনটাই দাবি করেছিলেন কাপ্তান। অন্যদিকে স্বজনপোষণ করে পাক ক্রিকেটকে ধ্বংস করেছেন পিসিবি প্রধান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি, এমনটাও বারবার বলেছেন পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর অভিযোগ, ইসা এবং রাজার মদতে ২০২৪ সালের পাক নির্বাচনের ফলাফল বদলে দেওয়া হয়েছিল। তাই একসঙ্গে সকলকে বিঁধেছেন কাপ্তান।

প্রসঙ্গত, পাক সেনার রোষের মুখে পড়ে গদি হারাতে হয়েছিল ইমরানকে। এর পরেই তাঁর ঠাঁই হয় জেলে। দু’বছর পার হয়ে গেলেও জেলমুক্তি ঘটেনি ইমরানের। বরং একের পর এক নয়া মামলা চেপেছে তাঁর উপর। ইমরানের মুক্তি চেয়ে কিছুদিন আগেও পাকিস্তান জুড়ে ব্যাপক আন্দোলন করেছিল তাঁর দল পিটিআই। যদিও তাতে বিশেষ ফল হয়নি। নিষ্ঠুরভাবে সেই বিদ্রোহ দমন করে সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ