Advertisement
Advertisement
IND-A vs AUS-A

চরম ব্যর্থ ভারতীয় বোলিং! সিরাজ-কৃষ্ণদের শাসন করে ৩৫০ রান অস্ট্রেলিয়া এ দলের

বড় রান করেন জ্যাক এডওয়ার্ডস ও স্যাম কনস্টাস।

IND-A vs AUS-A: Expensive spells from Siraj and Krishna help Australia A reach 350 runs
Published by: Arpan Das
  • Posted:September 23, 2025 7:21 pm
  • Updated:September 23, 2025 7:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর অস্ট্রেলিয়ায় টেস্ট সফর থেকে একরাশ ব্যর্থতা নিয়ে ফিরেছিল ভারতীয় দল। তারপর অবশ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজে কামব্যাক করেছে। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিং বিভাগ। যেখানে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর মতো তারকা বোলারদের বিরুদ্ধে ৩৫০ রান তুলে নেয় অজিরা।

Advertisement

টসে জিতে লখনউয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক ধ্রুব জুড়েল। শুরুতে উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু তারপর ভারতীয় বোলিংকে সমস্যায় ফেলেন বর্ডার গাভাসকর সিরিজে সফল স্যাম কনস্টাস। শেষ পর্যন্ত ৯১ বলে ৪৯ রান করেন তিনি। অন্যদিকে অজি অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে আউট করতে হিমশিম খান ভারতের বোলাররা। তিনি ৭৪ রান করে গুরনুর ব্রারের বলে আউট হন।

সেই তুলনায় সফল মানব সুথার। তিনি ৯৩ রান দিয়ে ৫ উইকেট পান। আউট করেন অলিভার পিক, কুপার কনোলি, জস ফিলিপ, উইল সাথারল্যান্ড, কোরি রোচিসিওলিকে। তারপরও জ্যাক এডওয়ার্ডস বড় রানের ইনিংস খেলে যান। ৭৮ বলে ৮৮ রান করেন। ১১টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। গুরনুর ব্রারের বলে তিনি আউট হলেও অস্ট্রেলিয়ার বড় রান আটকানো যায়নি। প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে তাদের রান ৩৫০।

সামনেই ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। তার আগে সিরাজ ও প্রসিদ্ধর পারফরম্যান্স নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতেই পারে। সিরাজ ৭৩ রান দিয়ে ১ উইকেট ও প্রসিদ্ধ ৬৩ রানে ১ উইকেট পান। তবে দুজনেই ইংল্যান্ডে ভালো পারফর্ম করেছিলেন। ফলে আশা করাই যায়, দুজনেই কামব্যাক করবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ