Advertisement
Advertisement
IND-A vs AUS-A

ক্যারিবিয়ান সিরিজের প্রস্তুতিতে ধাক্কা, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে রান পেলেন না রাহুল-জুরেল

রান পেয়েছেন সাই সুদর্শন।

IND-A vs AUS-A: Preparations for the Caribbean series suffer setback, KL Rahul fails to score
Published by: Prasenjit Dutta
  • Posted:September 24, 2025 6:03 pm
  • Updated:September 24, 2025 6:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ অক্টোবর থেকে ঘরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে প্রস্তুতিতে ধাক্কা খেলেন কেএল রাহুল কিংবা ধ্রুব জুরেল। তবে রান পেয়েছেন সাই সুদর্শন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রথম ইনিংসে ৪২০ রানের জবাবে ভারতীয় ‘এ’ দল গুটিয়ে গেল ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৬। 

Advertisement

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে চূড়ান্ত ব্যর্থই বলা চলে ভারতীয় বোলিং বিভাগকে। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর মতো তারকা বোলারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২০ রান তুলে নেয় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ভারত। প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় ভারত।

একানা স্টেডিয়ামে ২৪ বলে ১১ রান করে উইল সাদারল্যান্ডের বলে আউট হন কেএল রাহুল। প্রথম বেসরকারি টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধ্রুব জুরেল। কিন্তু বুধবার অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলানো জুরেল মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।

তবে কয়েকটি ইতিবাচক দিক হল নারায়ণ জগদীশন ৪৫ বলে ৩৮ রানের ইনিংস এবং সাই সুদর্শনের ১৪০ বলে ৭৫ রান। ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল সুদর্শনের। তিনটি টেস্টে সুযোগও পান। সেরা রান ৬১। তিন টেস্ট মিলিয়ে করেছিলেন ১৪০ রান। তবে অজি দলের বিরুদ্ধে তাঁর ৭৫ রান ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তাঁকে সুযোগ করে দিতে পারে কি না, সেটাও দেখার। উল্লেখ্য, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ের সামনে। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ১৬ রানে ৩ উইকেট। মহম্মদ সিরাজ, গুরনূর ব্রার এবং মানব সুথারের শিকার একটি করে উইকেট। অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২৪২ রানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ