ছবি: দেবাশিস সেন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। আর তা কি স্লেজিং ছাড়া জমে? অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে স্লেজিং ব্যাপারটা তুলনায় কমেই গিয়েছে। আইপিএলের জগতে তো সবাই ‘বন্ধু’। তা সত্ত্বেও বর্ডার-গাভাসকর ট্রফিতে একটু-আধটু বাদানুবাদ না হলে ঠিক যেন মন ভরে না। পারথ টেস্টের (IND vs Aus 1st Test) দ্বিতীয় দিনে ধরা পড়ল তারই ছবি।
একে তো সিরাজের সঙ্গে মার্নাস লাবুশেনের উত্তপ্ত বার্তালাপ চলেছে। শেষের দিকে যদিও আগুন কিছুটা কমে গিয়েছিল। অস্ট্রেলিয়ার ইনিংস তখন প্রায় শেষের দিকে। ব্যাট করছেন মিচেল স্টার্ক, বল হাতে হর্ষিত রানা। আন্তর্জাতিক ম্যাচে এবারই দুজন মুখোমুখি হলেন ঠিকই, তবে আইপিএলে একই সঙ্গে দুজন কেকেআরের হয়ে ট্রফি জিতেছেন। হর্ষিতকে রিটেন করেছে নাইটরা, স্টার্ককে করেনি। ৩০তম ওভারে হর্ষিতের একটা শর্ট পিচে বলে চাপে পড়ে যান স্টার্ক। তার পর হাসি মুখেই খোঁচা ছুঁড়ে দিলেন স্টার্ক। ভারতীয় পেসারকে তিনি বলেন, “হর্ষিত, আমি তোমার থেকে অনেক জোরে বল করি। আমার স্মৃতিশক্তিও যথেষ্ট ভালো।” হর্ষিতও হাসি মুখেই ফিরে যান।
View this post on Instagram
অবশ্য ভারতের ব্যাটিংয়ের সময় বলের গতি নিয়ে খোঁচা খেতে হল স্টার্ককে। প্রথম ইনিংসের মতো এবার ব্যাটিং ব্যর্থতা ভোগায়নি। বরং কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে বড়ো রানের লিডের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে। স্টার্ক, কামিন্স, হেজেলউডরা একেবারেই চাপে ফেলতে পারেনি দুই ওপেনারকে। ১৯তম ওভারে স্টার্কের মুখোমুখি যশস্বী। একটা বল চার মারলেও পরেরগুলো সেভাবে কাজে লাগাতে পারলেন না। যা দেখে স্টার্ক মজার ছলে তাকালেন ভারতীয় ব্যাটারের দিকে। পরের বলেই উত্তর দিলেন জয়সওয়াল। সঙ্গে সঙ্গে বললেন, “তোমার বল আমার কাছে একেবারেই ধীরগতির লাগছে।” হালকা ছলেও খোঁচা, পালটা খোঁচায় জমে উঠছে পারথ টেস্ট।
Jaiswal to Starc: ‘It’s coming too slow.’ 💀
— Raftar Ahmed (@raftar___21)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.