সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো মাত্র ২০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট পড়েছে। ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ইংল্যান্ডের। তার উপর ভারতের ব্যাটিংয়ের সময় কার্যত ‘অনৈতিকভাবে’ রিভিউ নিলেন যশস্বী জয়সওয়াল। এবং সেটা পেলেনও। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের গর্জনকে পাত্তাই দিলেন না বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকত।
ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময়। ১৮০ রানের বিরাট লিড হাতে নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। যশস্বীও শুরু করেছিলেন আক্রমণাত্মক মেজাজে। অষ্টম ওভারে ব্রাইডন কার্সের বল আছড়ে পড়ে তাঁর প্যাডে। আম্পায়ার শরফুদ্দৌল্লা এলবিডব্লু দেন। যদিও রিভিউ নেবেন কি না, সেই বিষয়ে নিশ্চিত ছিলেন না যশস্বী। শেষ পর্যন্ত সতীর্থ কেএল রাহুলের সঙ্গে কথা বলার পর ডিআরএস নেন।
কিন্তু ততক্ষণে ঘড়ির কাঁটা ১৫ সেকেন্ড পেরিয়ে গিয়েছে। অর্থাৎ হিসেবমতো আর রিভিউ নেওয়ার অধিকার নেই যশস্বীর। কিন্তু তারপরও আম্পায়ার রিভিউ দেওয়ায় চটে যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। চিৎকার করে এগিয়ে যান শরফুদ্দৌল্লার দিকে। তাতে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। স্পষ্টতই বিরক্তি প্রকাশ করতে থাকেন স্টোকস। যদিও শেষ পর্যন্ত ২৮ রানে আউট হন যশস্বী।
Nahh regardless of the decision.. Jaiswal had clearly run out of time for the DRS.. Ben Stokes had every right to be mad there…
— Aashish🔰 (@Aashish_Shukla7)
এর আগে প্রথম ইনিংসেও শরফুদ্দৌল্লার একাধিক সিদ্ধান্তে হতাশ হয়েছিল ইংল্যান্ড। যেগুলো আউট দিলে, ডিআরএসেও ‘আম্পায়ারস কলে’র সুবিধা পেত ইংল্যান্ড। কিন্তু সেটা হয়নি। মজার বিষয়, অস্ট্রেলিয়া সফরে এই যশস্বীকেই বিতর্কিত আউট দিয়েছিলেন শরফুদ্দৌল্লা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.