সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এবার ম্যাঞ্চেস্টারেও বাগ্যুদ্ধে জড়িয়ে পড়লেন ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) দুই প্রাক্তন ক্রিকেটারের। কেন দুই প্রাক্তন তারকা হঠাৎই বিতর্কে জড়িয়ে পড়লেন? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে লর্ডস টেস্ট নিয়ে বিতর্ক উসকে দিলেন। তাঁকে জবাব দিতে ছাড়েননি দীনেশ কার্তিকও।
ঠিক কী হয়েছিল? প্রথম দিনের খেলার শেষের দিকে আলো কমে আসায় আম্পায়ারদের কাছে অভিযোগ জানিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও ব্যাপারটা ভালো লাগেনি নাসেরের। তিনি মন্তব্য করে বসেন, “এখন তো আমার সাংবাদিক সম্মেলনে শুভমানের কথা শুনে হাসি পাচ্ছে। ইংল্যান্ড নাকি সময় নষ্ট করে ক্রিকেটীয় সংস্কৃতির বিরুদ্ধাচারণ করেছে। সমস্ত দলই এই কাজ করে। ভারতও তো সেটাই করেছে। এই আলোয় জোফরা আর্চারকে কে সামলাতে চাইবে?”
ঠিক সেই সময় দীনেশ কার্তিক বলে ওঠেন, “পার্থক্য দু’টি বিষয়ে। আমার মনে হয়, ভারতের আপত্তি ছিল ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নামা নিয়ে। কিন্তু ইংল্যান্ড? ওরা তো ব্যাটই করতে চাইছিল না। শুভমান সেই কথাই তুলে ধরেছিল। ওভারের মাঝে কী ঘটেছে, সেটা নিয়ে ওর ভাবনাচিন্তা ছিল না।” এরপর গিলের অধিনায়কত্ব নিয়ে কার্তিকের সংযোজন, “আমার তো শুভমানকে অধিনায়ক হিসেবে বেশ ভালো লাগছে। উন্নতি করছে। আর মাঠের বাইরেও ওর আচরণে খুশি। এমন আক্রমণাত্মক তো হতেই হবে। অধিনায়ক হিসেবে একটা পরিচিতি তৈরির চেষ্টা করছে ও। লর্ডসে ওর ক্যাপ্টেনসি দেখে বোঝা যায়, কতটা আগ্রাসী।”
প্রসঙ্গত, লর্ডসে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস শুরু করে, তখন তৃতীয় দিনের খেলা শেষ হতে বাকি মাত্র ৭ মিনিট। প্রত্যাশামতোই শুভমান গিল বল তুলে দেন জশপ্রীত বুমরাহর হাতে। দু’টো বল যেতে না যেতেই দেখা যায় দুই ইংরেজ ব্যাটার বেন ডাকেট, জ্যাক ক্রলিরা নানান বাহানায় সময় নষ্ট করছেন। দিনের শেষ দিকে নতুন বলের সুইং সামলানোটা যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন। সে কারণেই কোনওভাবে দ্বিতীয় ওভার বল করার সময় যাতে ভারত না পায়, ইংরেজ ব্যাটাররা সেই চেষ্টাই করছিলেন। এ ঘটনায় রীতিমতো তেতে ওঠেন ভারত অধিনায়ক গিল। তাঁর আগ্রাসন ইংল্যান্ডের ঔদ্ধত্যকে যে হেলিয়ে দিয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই লর্ডস টেস্টের ‘ক্ষত’ প্রাক্তন ইংলিশ অধিনায়ক এখনও ভুলতে পারছেন না। তাই হয় অতীত প্রসঙ্গ ফের একবার উসকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুললেন নাসের হুসেন। তার যোগ্য জবাবও পেলেন দীনেশ কার্তিকের কাছ থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.