Advertisement
Advertisement
IND VS ENG

সিরাজ-প্রসিদ্ধর দাপটে অলআউট ইংল্যান্ড, ওভালে জমে গেল টেস্ট

কত রানের লিড পেলেন রুটরা?

IND vs ENG: England's first innings ends with Siraj-Prasidh's dominance

ছবি দেবাশিস সেন

Published by: Prasenjit Dutta
  • Posted:August 1, 2025 10:15 pm
  • Updated:August 2, 2025 1:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে জমে গেল টেস্ট। ভারতের ইনিংস যখন ২২৪ রানে শেষ হয়ে গিয়েছিল, তখনও বোঝা যায়নি ম্যাচের মেজাজ এভাবে ধরে রাখবে ভারত। ইংল্যান্ডের ইনিংস শেষ হল ২৪৭ রানে। ফলে টিম ইন্ডিয়ার চেয়ে মাত্র ২৩ রানে এগিয়ে ইংল্যান্ড (IND VS ENG)। সিরাজ এবং প্রসিদ্ধ পেলেন চারটি করে উইকেট।

Advertisement

চা পানের বিরতির পর ইংল্যান্ডের রান তখন ৮ উইকেটে ২৪২। বৃষ্টি আসায় খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। বৃষ্টির পর ইংল্যান্ডের বাকি উইকেট ফেলতে তেমন কোনও বেগ পেতে হল না ভারতকে। অথচ একটা সময় বোঝা যায়নি ইংল্যান্ডের ইনিংস এভাবে গুটিয়ে যাবে। রীতিমতো বাজবল মেজাজে শুরু করেন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ওভার পিছু সাতের কাছাকাছি রান তুলছিলেন দুই ব্যাটারই।

১২.৫ ওভারে ইংল্যান্ডের রান যখন ৯২, আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ডাকেট (৪৩)। স্কুপ মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে বাংলার পেসার আগ্রাসী সেলিব্রেশন করেননি। বরং হাসিমুখে ইংরেজ ব্যাটারের কাঁধে গিয়ে হাত রাখেন। কিছু একটা বলেনও তিনি। যদিও কী কথা বলেছেন জানা যায়নি। তবে অনেকের ধারণা, কাঁধে হাত দিয়ে ডাকেটকে ব্যঙ্গই করেন তিনি।

এরপর প্রসিদ্ধ কৃষ্ণর বলে ব্যক্তিগত ৬৪ রানে ফেরেন ক্রলি। অলি পোপ (২২)-কে লেগ বিফোর করেন সিরাজ। এরপর জো রুট (২৯) যখন আউট হন, তখন ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৭৫। যদিও এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৭ রানে। সিরাজ পান ৮৬ রানে ৪ উইকেট। প্রসিদ্ধর নামের পাশে ৬২ রানে ৪ উইকেট, আকাশ দীপের শিকার একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েই নামতে হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ