Advertisement
Advertisement
IND vs ENG

ইংল্যান্ডের দাবি মেনে ওভালে চলছে ভারী রোলার! ভারতকে জেতাতে পারবেন সিরাজ-প্রসিদ্ধরা?

ভারী রোলার ব্যবহার করলে কেন সুবিধা পাবে ইংল্যান্ড?

IND vs ENG: Heavy rollers are being used at the Oval in compliance with England's demands!
Published by: Prasenjit Dutta
  • Posted:August 4, 2025 12:32 pm
  • Updated:August 4, 2025 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে পঞ্চম দিন রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যের জবাবে ইংল্যান্ডের রান এখন ৬ উইকেটে ৩৩৯। অর্থাৎ, জয়ের জন্য এখনও ৩৫ রান বাকি। ভারতের দরকার ৪ উইকেট। এই পরিস্থিতিতে বিশেষ পরিকল্পনা খাটিয়ে বাড়তি সুবিধা পেতে পারে ইংল্যান্ড। জানা যাচ্ছে, পঞ্চম দিন শুরুর আগে ভারী রোলারের ব্যবহার করতে পারে তারা। এর ফলে পিচ অনেকটা সহজ হয়ে যাবে। যাতে অনেকটাই সুবিধা পেতে পারেন ব্যাটাররা। প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ভারতকে জেতাতে পারবেন সিরাজ-প্রসিদ্ধরা?

Advertisement

ভারী রোলার ব্যবহার করলে কেন সুবিধা পাবে ইংল্যান্ড? খেলা শুরুর আগে কি পিচে রোলার চালানো যায়? কী বলছে আইসিসি’র নিয়ম? আইসিসি’র রুল বুক অনুযায়ী, যে দল ব্যাটিং করছে, তাদের অধিনায়কের আর্জিতে পিচে রোলার চালানো যেতে পারে। কোনও ইনিংসের শুরুতে কিংবা প্রতিদিন খেলা শুরুর আগে রোলার ব্যবহার করা যায়। কিন্তু খেলা শুরুর ৩০ মিনিট আগে কোনওভাবেই রোলার চালানো যায় না পিচে। কিন্তু অধিনায়কের অনুরোধে খেলা শুরুর অন্তত ১০ মিনিট আগে রোলিংয়ের কাজ শেষ করতে হবে।

পিচে যদি এই ধরনের রোলার চালানো হয়, তাহলে কী হয়? বোলারদের ফুটমার্কের ফলে তৈরি হওয়া ক্ষত রোলারের ব্যবহারে অনেকটাই কমানো যায়। মুহূর্তের মধ্যে পাটা পিচ তৈরি হয়ে যেতে পারে। এতে ব্যাটিংয়ের সুবিধা হয়। চতুর্থ দিনের শুরুতে পিচে রোলার চালিয়ে সফল হয়েছিল ইংল্যান্ড। এবার পঞ্চম দিনেও যদিও রোলার চালানো হয়, তাহলে চাপ বাড়বে ভারতের।

অন্যদিকে বিবিসি ওয়েদার জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ঠিক এই সময় লাঞ্চ শুরু হয়। মনে করা হচ্ছে, এর আগেই ম্যাচ শেষ হয়ে যাবে। তবে সকাল শুরু হবে মেঘলা আকাশ দিয়ে। এই আবহাওয়া পেসারদের সহায়ক হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ