Advertisement
Advertisement
IND vs ENG

‘ইঞ্জেকশন নিয়েছ?’ আকাশের কাছে ব্যাকুল প্রশ্ন গিলের, কী হয়েছিল জানলে শ্রদ্ধা বাড়বে

ইঞ্জেকশন নিয়ে বল করতে নেমেছিলেন বাংলার পেসার।

IND vs ENG: 'Injection Liya?' Shubman Gill's Desperate Query To Akash Deep

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 4, 2025 8:57 am
  • Updated:August 4, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে ‘কাঁটে কি টক্কর’। রুট, ব্রুকের সেঞ্চুরিতে চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও শেষবেলায় পেসারদের দাপটেই ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। কিন্তু এরই মাঝে খবর, ইঞ্জেকশন নিয়ে বল করতে নেমেছিলেন আকাশ দীপ (Akashdeep)। বাংলার পেসারের হাতে বল তুলে দেওয়ার সময় অধিনায়ক শুভমান গিলকে বলতে শোনা যায়, “ইঞ্জেকশন লিয়া কেয়া তুম?” (তুমি কি ইঞ্জেকশন নিয়েছ?)। স্ট্যাম্প মাইকে স্পষ্ট ধরা পড়ে শুভমানের গলা।

Advertisement

ঠিক কী হয়েছিল, যাতে ইঞ্জেকশন নিয়ে বল করতে নামতে হল আকাশকে? ব্রুক-রুটের ২১১ বলে ১৯৫ রানের অসাধারণ জুটি ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। এরই মাঝে, লাঞ্চের ঠিক আগে ব্রুকের একটা শট বাঁচাতে গিয়ে পায়ে লাগে আকাশ দীপের। মাটিতেও পড়ে যান তিনি। কোনও রকম সেই ওভার শেষ করলেও বেশ কিছুক্ষণ বল করতে পারেননি আকাশ। বিরতির পর সিরাজ, কৃষ্ণদের সহজেই খেলছিলেন দুই ইংরেজ ব্যাটার। এমনকী জাদেজা, ওয়াশিংটনকে সামলাতেও কোনও সমস্যা হচ্ছিল না ইংল্যান্ডের।

ঠিক তখনই আকাশ দীপের কাছে গিয়ে গিল প্রশ্ন করেন, “তুমি কি ইঞ্জেকশন নিয়েছ?” স্ট্যাম্প মাইকে স্পষ্ট শোনা যায় গিলের এ কথা। মাথা নেড়ে সম্মতিসূচক উত্তর দেন আকাশ দীপ। এরপর বল করতে আসেন তিনি। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। ইঞ্জেকশন নিয়ে দেশের স্বার্থে মাঠে নামায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আকাশ দীপের বলেই ৯৮ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন ব্রুক। তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৩০১ রান। চতুর্থ দিন চা পানের বিরতিতে যাওয়ার আগে পর্যন্তও ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৩১৭। জয়ের জন্য প্রয়োজন মাত্র ৫৭। তখনই জ্বলে ওঠেন প্রসিদ্ধ কৃষ্ণ। একে একে ফেরান জ্যাকব বেথেল (৫) এবং জো রুট (১০৫)-কে। ইংল্যান্ড হয়ে যায় ৩৩৭/৬। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় অতিরিক্ত আরও ২ রান যোগ করে ইংলিশ বাহিনী। জয়ের জন্য এখনও ৩৭ রান প্রয়োজন ইংল্যান্ডের। ভারতের দরকার ৪ উইকেট। পঞ্চম দিন টেস্ট ক্রিকেটে থ্রিলার দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ