Advertisement
Advertisement
IND vs ENG

‘সব দায় আমার…’, প্রথম টেস্টে হারের পর বিমর্ষ ভারতীয় তারকা

দু'টি ইনিংস মিলিয়ে ২০০-র বেশি রান দিয়েছেন তিনি।

IND vs ENG: 'It's all my fault...', Indian star feels sad after losing in first Test
Published by: Prasenjit Dutta
  • Posted:June 28, 2025 9:28 pm
  • Updated:June 28, 2025 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ ছাড়া বাকি বোলারদের নির্বিষ বোলিং, একাধিক সুযোগ নষ্ট, লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা হেডিংলিতে ডুবিয়েছে ভারতকে। প্রথম টেস্টে হারের পর ভারতীয় দল যথেষ্ট চাপের মধ্যে পড়েছে। আর এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

তিনি এমনই একজন বোলার, যিনি লিডসে সিরিজের প্রথম ম্যাচে দু’শোর বেশি রান দিয়েছেন। ওভারপিছু দিয়েছেন ছয়েরও বেশি রান। এমন পারফরম্যান্সের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন ২৯ বছর বয়সি পেসার।

প্রসিদ্ধ বলেন, “লাইন লেন্থ বজায় রেখে বল করতে চেয়েছিলাম। পারিনি। উইকেটের ঢালের সঙ্গে অভ্যস্ত হতে কিছুটা সময় লেগেছে। তবে একজন পেশাদার হিসেবে আমার এটা করা উচিত ছিল। এর সম্পূর্ণ দায় আমার। পরের ম্যাচে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টায় থাকব।”

তাঁর সংযোজন, “মেডেন ওভার করার চেষ্টা নিয়েই বল করতে আসি। কিন্তু আমি যে লাইনে বল করেছি, তা নিখুঁত ছিল না। ব্যাটাররা আমাকে পড়ে ফেলেছিল। তাই রান দিয়ে ফেলেছি।” প্রসঙ্গত, দুই ইনিংস মিলিয়ে ৩৫ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দিয়েছেন ২২০ রান। পেয়েছেন মাত্র ২টি উইকেট। অন্যপ্রান্তে বুমরাহকে সামলাতে যখন ইংরেজ ব্যাটারদের রীতিমতো হিমশিম অবস্থা, তখন প্রসিদ্ধ কৃষ্ণ রান চেক করে চাপ বজায় রাখতে পারেননি। সেই কারণে এজবাস্টনের দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধ খেলবেন কিনা, তা নিয়েই সংশয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement